আজ দুপুরেই ঢাকায় ফিরলেন লিটন দাস

আইপিএলে বাড়তি দুই দিন থাকার অনুমতি পেলেন লিটন
Vinkmag ad

ব্যক্তিগত কাজে আজ দুপুরেই ঢাকায় ফিরেছেন লিটন দাস। বাংলাদেশ দল কোলকাতা থেকে দিল্লির বিমানে বসলেও লিটন দাসের ফ্লাইট ছিল ঢাকায়। দুই দিন দেশে কাটিয়ে ৩ বা ৪ নভেম্বর দিল্লিতে যুক্ত হবেন দলের সাথে। 

বিশ্বকাপে বাংলাদেশ দেখল চরম ভরাডুবি। টানা ছয় হারে সবার আগেই ছিটকে গেল সাকিবের ১৫ সদস্যের দল। বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ফেলা বাংলাদেশের অবস্থান টেবিলের নয়ে। বাকি আছে কেবল দুই ম্যাচ। তবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ম্যাচ খেলতেই যে বাংলাদেশের লেগে যাবে ১১ দিন। 

একের পর এক পরাজয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও কমে গেছে বাংলাদেশের। দলের এমন বাজে সময়ের মাঝেই ওপেনার লিটন দাসকে ছেড়ে যেতে হয় টিম হোটেল। ব্যক্তিগত কাজে ঢাকায় ফিরেছেন লিটন।

আজ দুপুরে কোলকাতা থেকে আসেন ঢাকায়। কাজ সেরে ৩ বা ৪ নভেম্বরের মধ্যে ফিরবেন দিল্লি। সেখানেই দলের সাথে যোগ দিয়ে ৬ নভেম্বর মাঠে নামবে লঙ্কানদের বিরুদ্ধে।

গতরাতে পাকিস্তানের কাছে টাইগাররা হেরেছে ৭ উইকেটে। আর তাতেই পূরণ হয়ে গেল হারের হাফ ডজন। পাকিস্তানের বিরুদ্ধে কোলকাতায় লিটন খেলেন ৪৫ রানের ইনিংস। হারিয়ে ফেলা ছন্দ ফিরে পেতেই লিটন দাস চলে আসলেন দেশে। 

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ানডের বিশ্বসেরা বোলার শাহীন আফ্রিদি

Read Next

প্রোটিয়াদের রান চাপায় উড়ে গেল কিউই!

Total
0
Share