

পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি সাত ধাপ এগিয়ে র্যাংকিংয়ের এক নম্বর বোলার হিসেবে অবস্থান করছেন। আইসিসির সর্বশেষ যে খেলোয়াড় র্যাংক হালনাগাদ হয়েছে, সেখানে শাহীন প্রথমবারের মতো বোলারদের শীর্ষস্থানে উঠে এসেছেন।
বয়সটা মাত্র ২৩। পাকিস্তানির এই তরুণ বোলার বিশ্বকাপ শুরু করেছিলেন বেশ দারুণভাবে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে অ্যাডাম জাম্পার সাথে যৌথভাবে শীর্ষ উইকেট-শিকারি বোলার শাহীন। সাত ইনিংস খেলে তাঁর সংগ্রহে ১৬ টি উইকেট, যেখানে গড় ১৯.৯৩।
Joy for Pakistan as Shaheen Afridi is crowned No.1 ranked bowler on the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings 👏
Details 👇https://t.co/jB7vDWimfq pic.twitter.com/RqAX91N5mj
— ICC (@ICC) November 1, 2023
এতদিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তিনি এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। মোহাম্মদ সিরাজ ও কেশভ মহারাজ নিজেদের জায়গা এক পজিশন করে হারিয়েছেন। তাঁরা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন।
সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফ্রিদি ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। সেই ম্যাচে তিনি ওডিআই ক্রিকেটে ৫১ ইনিংসে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন। তিনি তৃতীয় বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট শিকার করলেন।
অন্যদিকে বাবর আজম ব্যাটিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন। দল হিসেবে বিশ্বকাপের মাঠে খুব ভালো সুযোগ তৈরি না করতে পারলেও, ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান এখন পাকিস্তানের দখলে। বাবরের একেবারেই কাছাকাছি অবস্থানে অবশ্য শুবমান গিল রয়েছেন। একটু এদিক-সেদিক হলেই গিল উঠে যাবেন শীর্ষে।