
গত সোমবার একটি গলফ কার্টের পেছনে চড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর সেখান থেকে পড়ে গিয়ে মাথা, মুখের অংশে আঘাত পেয়েছেন। আর এর দরুন আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ম্যাক্সওয়েল খেলতে পারছেন না।
গত বছর নভেম্বরে এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পায়ের ইনজুরিতে পড়েছিলেন। দীর্ঘ সময় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বিশ্বকাপের ম্যাচেও ফিরেছেন সম্প্রতি। আর এরমধ্যে আরেকটি দুর্ঘটনায় পড়ে ম্যাচ না খেলার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “ম্যাক্সওয়েল তাঁর তথ্য প্রদানের ব্যাপারে সৎ ছিল।”
তিনি আরও বলেন, “সে ভালো করছে। তিনি আজ কিছু হালকা ব্যায়াম শুরু করবেন এবং আমরা মনে করি যে, এটি একটি যুক্তিসঙ্গতভাবে সরাসরি রিটার্ন-টু-প্লে প্রোটোকল হবে। আমি মনে করি সৌভাগ্যের দিকটি ছিল অন্য কোনও আঘাত নেই, যা বর্তমানে এটির চেয়ে অনেক খারাপ হতে পারে।”
এই ধাক্কার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একজন মিডল-অর্ডার ব্যাটার একাদশে সংযুক্ত করতে হবে। সেটা হতে পারে মার্কাস স্টইনিস বা ক্যামেরন গ্রিন।
এর আগে ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিরুদ্ধে রেকর্ড ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন এবং অ্যাডাম জাম্পার সাথে একজন গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্পিনার হিসেবেও একাদশে খেলেছেন। মাত্র ৪.৮২ ইকোনমি রেট-সহ ছয়টি ম্যাচে ৪২.৩ ওভার বোলিং করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট কাটিয়ে ফিরে আসা ব্যাটার ট্রাভিস হেড এখন বল হাতে সহায়ক ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।