বিশ্বকাপ শেষে অবসরে ডেভিড উইলি

উইলি
Vinkmag ad

চলমান ২০২৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ইংল্যান্ডের ডেভিড উইলি। বাঁ-হাতি এই পেসারের ইসিবির কেন্দ্রীয় চুক্তি হাতছাড়া হওয়ায় সিদ্ধান্ত নিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরিভাবে মনোনিবেশ করবেন।

২০১৫ সালে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে অভিষেক। এক মাসের ব্যবধানে ডাক পান টি-টোয়েন্টি দলেও। এরপর থেকে ডেভিড উইলি ইংলিশ জার্সিতে খেলেছেন মোট ৭০ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও ইংল্যান্ডের বাকি আছে ৩ ম্যাচ। তাই অবসরের আগে উইলির ম্যাচ সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে।

অবসরের সিদ্ধান্ত নিজেই জানালেন উইলি। ইসিবি তাকে ২০২৩-২৪ চক্রের জন্য কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেয়নি। আর এই কারণেই বিশ্বকাপ শেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পেসার ডেভিড উইলি।

জাতীয় দলে না খেললেও উইলি ঘরোয়া এবং বিশ্বজুড়ে শর্ট ফর্মের ক্রিকেট খেলতে থাকবেন।  গত বছর টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের অধিনায়কত্ব করেছিলেন এবং ওয়েলশ ফায়ারের হয়ে দ্য হান্ড্রেডের প্রতিনিধিত্ব করেছিলেন। জানুয়ারিতে আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে। আগামী বছরের আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাকে ধরে রাখতে পারে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডেরপরাজয়ের দিনও ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন উইলি এবং ২০১৯ বিশ্বকাপের জন্য বাছাই করা প্রাথমিক স্কোয়াডে তার নাম ছিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলা উইলির ঝুলিতে গেল ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা ম্যাচে উইকেটশূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২ ও ভারত ম্যাচে নেন সর্বোচ্চ ৩ উইকেট, ব্যাট হাতেও ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। 

৯৭ ডেস্ক

Read Previous

প্রোটিয়া ম্যাচেও নেই উইলিয়ামসন

Read Next

গলফ মাঠে গিয়ে দুর্ঘটনায় আহত গ্লেন ম্যাক্সওয়েল

Total
0
Share