

চলমান ২০২৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ইংল্যান্ডের ডেভিড উইলি। বাঁ-হাতি এই পেসারের ইসিবির কেন্দ্রীয় চুক্তি হাতছাড়া হওয়ায় সিদ্ধান্ত নিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরিভাবে মনোনিবেশ করবেন।
২০১৫ সালে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে অভিষেক। এক মাসের ব্যবধানে ডাক পান টি-টোয়েন্টি দলেও। এরপর থেকে ডেভিড উইলি ইংলিশ জার্সিতে খেলেছেন মোট ৭০ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও ইংল্যান্ডের বাকি আছে ৩ ম্যাচ। তাই অবসরের আগে উইলির ম্যাচ সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে।
অবসরের সিদ্ধান্ত নিজেই জানালেন উইলি। ইসিবি তাকে ২০২৩-২৪ চক্রের জন্য কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেয়নি। আর এই কারণেই বিশ্বকাপ শেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পেসার ডেভিড উইলি।
— David Willey (@david_willey) November 1, 2023
জাতীয় দলে না খেললেও উইলি ঘরোয়া এবং বিশ্বজুড়ে শর্ট ফর্মের ক্রিকেট খেলতে থাকবেন। গত বছর টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের অধিনায়কত্ব করেছিলেন এবং ওয়েলশ ফায়ারের হয়ে দ্য হান্ড্রেডের প্রতিনিধিত্ব করেছিলেন। জানুয়ারিতে আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে। আগামী বছরের আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাকে ধরে রাখতে পারে।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডেরপরাজয়ের দিনও ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন উইলি এবং ২০১৯ বিশ্বকাপের জন্য বাছাই করা প্রাথমিক স্কোয়াডে তার নাম ছিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলা উইলির ঝুলিতে গেল ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা ম্যাচে উইকেটশূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২ ও ভারত ম্যাচে নেন সর্বোচ্চ ৩ উইকেট, ব্যাট হাতেও ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন।