

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় আন-অফিশিয়াল টেস্ট শুরু হয়েছে আজ। সেখানে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি প্রথম দিন শেষে। ৪৭ ওভার খেলতে গিয়ে হারিয়েছে ৬ উইকেট, স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ১৫৬ রান। শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিকা গুনাসেকারা একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত আছেন আকবর আলি।
টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ম্যাচ শতক হাঁকিয়ে প্রায় ১৫০-এর কাছাকাছি চলে যান আইচ মোল্লা। এদিন ফিরেছেন দ্বিতীয় ওভারের শেষ বলেই। গুনাসেকারা নিজের প্রথম শিকার তোলেন আইচ’কে ফিরিয়ে।
মাহমুদুল হাসান জয় ফিরেছেন দলের রান যখন ২৯। একই বোলারের ডেলিভারি ক্যাচ দিয়ে, ব্যক্তিগত ১৬ রান করে। আর ১১ রানের ব্যবধানে ফিরলেন আরেক ওপেনার। প্রান্তিক নওরোজ নাবিলের পরিবর্তে খেলেছেন অমিত হাসান। ফিরেছেন কট বিহাইন্ড হয়ে, ১০ রানে।
শাহাদাত হোসেন দিপুও ফিরতে একেবারেই সময় নিলেন না। গুনাসেকারার ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন। রানের মাত্রা মাত্র ১১। উইকেটরক্ষক প্রীতম কুমারও একই যাত্রায় সামিল হয়েছেন, তখন দলের রান ৫ উইকেট হারিয়ে ৫৪।
এবার এক জুটি গড়লেন আকবর আলি ও রাকিবুল হাসান মিলে। আকবর ও রাকিবুল ছিলেন না আগের ম্যাচে। এই ম্যাচে ফিরে বেশ দারুণ ব্যাটিং প্রদর্শনী দিলেন দুজনেই। প্রয়োজনের মুহূর্তে করা এই জুটি শতক ছাড়িয়ে গেল। রাকিবুল দীর্ঘক্ষণ পিচে থেকে ১১৯ বল খেলে ৩৬ রানে বিদায় নিলেন গুনাসেকারার ডেলিভারিতে, উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে।
দলীয় রান তখন ৬ উইকেট হারিয়ে ১৪৮। ৯১ বলে ৬২ রান করা আকবর ঠিকই একপাশ আগলে দিন শেষ করেছেন। সাথে হাসান মুরাদের ব্যাটে কোনো রান না এলেও আকবরকে সঙ্গ দিয়ে অপরাজিত আছেন ১৮ বল খেলে।
৪ দিনের ম্যাচে আগামীকাল দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামবে দুই দল।