

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৪ সংস্করণে খেলার সম্ভাবনা সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছেন। সর্বশেষ আইপিএলে নিজ দলকে পঞ্চম শিরোপা জিতিয়েছেন তিনি। তখন সম্ভাবনা এমন ছিল যে, সেটাই ধোনির শেষ প্রিমিয়ার লিগ আসর।
এই সাবেক ভারতীয় অধিনায়ক হাঁটুতে চোট নিয়ে পুরো আইপিএল খেলেছিলেন। রূপকথার মতো শিরোপাও জিতে নেন। সেবারের আসর শেষ হওয়ার পর মুম্বাইতে তাঁর হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিজ বাসা রাঁচিতেই সময় কাটিয়েছেন। এরমধ্যে অবশ্য চেন্নাই ও অন্যান্য জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এই সময়ে রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ইনডোর সুবিধা নিয়েছেন ধোনি। সেখানে নিজের পুনর্বাসন ও প্রশিক্ষণ প্রক্রিয়া জারি রেখেছিলেন।
আইপিএলের নিলামের আগে দলগুলিকে খেলোয়াড় ধরে রাখার তালিকা ১৫ নভেম্বরের মধ্যে দিয়ে দিতে৷ বলা হয়েছে। ধোনি এতদিন নিজের ব্যাপারে কোনো পরিপূর্ণ সিদ্ধান্ত জানায়নি।
সম্প্রতি একটি ইভেন্ট চলাকালীন, ধোনিকে আসন্ন আইপিএল এর জন্য তাঁর পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
প্রশ্নটি এমন ছিল যে, তাঁকে চেন্নাইয়ের নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা! ধোনি উত্তর দেওয়ার সময় হেসে বলেছেন,
“আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই জানে আমার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ডাক্তার বলেছেন নভেম্বরের মধ্যে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আপনি অবশ্যই আমাকে খেলতে দেখতে পাবেন।”