

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সম্ভাব্য স্বার্থের সংঘাতের অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে। খেলাধুলায় স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য বোর্ডের এমন সিদ্ধান্ত, যা পিসিবি’র মিডিয়া বিভাগের বিবৃতি থেকে আজ জানা যায়।
পাকিস্তান ক্রিকেটে এখন টালমাটাল পরিস্থিতি। মাঠের খেলায় দলের পারফর্ম নেই। সেটা নিয়ে আলোচনার শেষ নেই। এবার উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরের বিষয়। দল নির্বাচন, স্বার্থের দ্বন্দ্ব, খেলোয়াড়দের সাথে নির্বাচকদের বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক– ইত্যাদি নানা বিষয়। এরমধ্যে গতকাল দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
পাকিস্তানি মিডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইনজামাম যুক্তরাজ্য-ভিত্তিক ‘ইয়াজু ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির চারজন সক্রিয় পরিচালকের একজন। কোম্পানির আরেক পরিচালক হলেন ‘সায়া কর্পোরেশন’ এর ব্যবস্থাপনা পরিচালক তালহা রেহমানি, এটি একটি সংস্থা যা পাকিস্তান ক্রিকেট দলের বেশ কিছু খেলোয়াড়ের ‘এজেন্ট’ হিসেবে কাজ করে।
পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামামের ভূমিকা এবং খেলোয়াড়দের এজেন্ট তালহা রেহমানির মালিকানাধীন কোম্পানি ‘ইয়াজু ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ তার কথিত অংশীদারি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বোর্ড।
এরমধ্যে ইনজামাম প্রধান নির্বাচকের পদ থেকে নিজেকে সরিয়ে নেন। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড যদি তাঁকে নির্দোষ মনে করে, সেক্ষেত্রে নিজ পদে আবারও বহাল হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
সম্প্রতি প্রকাশিত ৫ সদস্যের কমিটির প্রাথমিক উদ্দেশ্য হল, দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, ঘটনাগুলি যাচাই করা, যে স্বার্থের একটি বৈধ দ্বন্দ্ব আছে কি না, তা নির্ধারণ করা।