

দেয়ালে পিঠ ঠেকে গেছে সাকিব আল হাসানদের। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ আগেই, তবে এখনো অনিশ্চিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। সমীকরণ এমন, প্রথম পর্বে বাকি থাকা তিন ম্যাচের দু’টিতেই জিততেই হবে। এ পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান। কোলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একজন ব্যাটার বেশি নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে বাবর আজমদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। একাদশে আজ এক পরিবর্তন আনা হয়েছে, শেখ মেহেদী হাসানের জায়গায় সেরা একাদশে তাওহীদ হৃদয়। বিপরীতে তিন পরিবর্তন নিয়ে মাঠে পাকিস্তান দল। বাদ পড়লেন শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও ইমাম উল হক।
প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবেই করেছিল পাকিস্তান। এর পরই হয় ছন্দপতন। একে-একে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। টানা চার হারে কমে এসেছে তাদের সেমিফাইনালে খেলার আশা।
বাংলাদেশের অবস্থা তো আরও করুণ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এরপর টানা ৫ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে পরাজয়। সেমিফাইনালের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের এখন লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে জয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের টেবিলে থাকতে হবে সেরা আটে।
বাংলাদেশ-পাকিস্তানের সবশেষ দেখা হয়েছিল এশিয়া কাপের সুপার ফোরে। লাহোরে সেদিন বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। হারিস রউফের পেস তোপে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। আর বিশ্বকাপ ইতিহাসেও বাংলাদেশ শেষবার পাকিস্তানকে হারিয়েছিল সেই ১৯৯৯ এর আসরে।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ-
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আঘা, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।