মাইকেল ভনকে ওয়াসিম জাফরের খোঁচা

ভন ওয়াসিম
Vinkmag ad

২৯ অক্টোবর, রবিবার, ছিল সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ৪৯তম জন্মদিন। জন্মদিনে নিজ দেশের পক্ষ থেকে হার দেখতে হয়েছে ভনের। আর প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ক্রিকেটের খোঁজ রাখেন, ভনের সাথে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের ‘টুইট’ লড়াই সম্পর্কে তাঁরা অবগত।

জন্মদিনের মতো এক দিনে ভনের মন খারাপি এক দিনই গেল বলতে হয়। আর সকাল থেকেই জাফরের কাছ থেকে ‘খোঁচানো’ টুইট পেয়েছে। জন্মদিনের অভিবাদনও জানিয়েছেন জাফর, তবে সেখানেও মজা লুটেছেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার গল্প সবার জানা। তখন ভন একটি টুইট করেছিলেন, যার শুরুটা ছিল, “ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে পৃথিবীর সেরা দল।…”

সেই টুইট সামনে এনে জাফর মজা করে লিখেছেন, “শুভ জন্মদিন এই মানুষটিকে, যে নিজের কথা নিজে খেতে ভালোবাসে।”

আজ ভারতের বিপক্ষে পরাজিত হয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত শুধু বাংলাদেশের বিপক্ষেই জয় তুলতে সক্ষম হয়েছে দলটি। আজ ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাটলারের দল অলআউট হয়েছে ১২৯ রানে। পুরো ১০০ রানের হার।

আর এই হারের পর কি বসে থাকবেন জাফর! সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ সাথে সাথেই লিখেছেন,

“চিয়ার আপ মাইকেল ভন! আমি মনে করি ইংল্যান্ড এখনও কোয়ালিফাই করতে পারবে…৭ নম্বর পজিশনে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।”

গ্রুপ-পর্বে আরও ৩ ম্যাচ বাকি ইংল্যান্ডের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের ছক্কায় টাইগারদের নিচেই রইল ইংল্যান্ড

Read Next

বাবরের ব্যক্তিগত আলাপ টেলিভিশনে তুললেন পিসিবি চেয়ারম্যান

Total
0
Share