‘কেউ না থাকলেও ক্রিকেটারদের পাশে আমরা আছি’

পাপন
Vinkmag ad

বিশ্বকাপ মিশনে এসে টানা হারে হতাশায় ডুবে থাকা দলকে কাছে থেকে সমর্থন দিতেই বোর্ড সভাপতির কোলকাতায় আসা। তবে নাজমুল হাসান পাপনের প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ দল সবশেষ নেদারল্যান্ডস ম্যাচে। ইডেনের পরাজয়ের পর বাংলাদেশের ১৫ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, বোর্ড কর্তা; সবাই সিটি অব জয়ে কাটালেন বেদনার এক রাত। পরদিন অর্থাৎ আজ বিসিবি সভাপতি টিম হোটেলে আসেন বিপর্যস্ত দলকে দেখতে, সাহস যোগাতে। বাকি ম্যাচগুলোতে ভালো করতে দিয়েছেন পরামর্শও। জানিয়ে গেলেন, কেউ এই খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে না থাকলেও বিসিবি আছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দুপুরের দিকে আসেন বাংলাদেশের টিম হোটেলে। তার সাথে ছিলেন বিসিবির একাধিক পরিচালকও। সাকিবদের সাথে বসেন আলোচনায়।

ব্যর্থতায় ডুবে থাকা ক্রিকেটারদের প্রতি এখনই আস্থা হারাচ্ছেন না বোর্ড সভাপতি। টুর্নামেন্টের বাকি তিন ম্যাচে দেখতে চান তাদের সেরা খেলাটা। দীর্ঘ সময়ের দেখা, সাক্ষাৎ শেষে নাজমুল হাসান পাপন কথা বলতে আসেন গণমাধ্যমের সামনে। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে জানান,

‘ওরা কেনো পারছে না, সেটা নিজেরাও বুঝতে পারছে না। ভালো সময়ে মাথায় তুলে রাখে, তাই খারাপ সময়ে বলবে না কেনো, এটা ওদের (দর্শক) রাইট। এই খারাপ সময়টায় কেউ পাশে না থাকলেও আমরা আছি, এটা ক্রিকেটারদের বলেছি।’

‘আমি ওদের এটাই বলেছি, দে শুড ফাইট ব্যাক। ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই।’

‘আমি বলেছি খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’

প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিপরীতে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা নেদারল্যান্ডসের স্মরণীয় জয়! কোলকাতায় বাংলাদেশকে তারা হারাল ৮৭ রানে। বাংলাদেশ ক্রিকেটের এমন ভরাডুবিতে রীতিমতো অবাকই হয়েছে সবাই। কেউ ছুড়ে দিচ্ছে প্রশ্ন, কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বোর্ড কর্তাদের ও টিম ম্যানেজমেন্টকে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবের দল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। নাজমুল হাসান পাপন এখন এই দলের প্রতি নিজের বিশ্বাস রাখছেন। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। 

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তানকে জরিমানা করল আইসিসি

Read Next

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সিদ্ধান্তে ঝুঁকির মুখে বাংলাদেশ

Total
0
Share