পাকিস্তানকে জরিমানা করল আইসিসি

পাকিস্তান 2
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের জন্য আইসিসির শাস্তি পেয়েছে পাকিস্তান দল। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের ছিন্নমূল অভিযান আরও ধাক্কা খেয়েছে। চেন্নাইয়ে প্রোটিয়াদের কাছে শেষ ওভারে ম্যাচ হারের পর এবার তারা গুনছে জরিমানা। চার ওভার পিছিয়ে থাকায় বাবর আজমরা তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিবে।

পাকিস্তান এবারের বিশ্বকাপে ছয়টি খেলার মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করেছে। ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেতে তাদের বাকি তিন ম্যাচের সবটিতেই জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার কোলকাতায়, যেখানে ডু-অর-ডাই ম্যাচে পাকিস্তান বাংলাদেশের মুখোমুখি হবে।

স্লো ওভার রেট এমন একটি নিয়ম, যেখানে, কোনো দলের জন্য ইনিংস শেষ করতে যে সময় বরাদ্দ থাকে, তা যদি কোনোভাবে সেই দল অতিক্রম করে ফেলে এবং খেলা চালিয়ে নিয়ে যায়– সেক্ষেত্রে সেই দল স্লো ওভার রেটের কারণে আইসিসির জরিমানার আওতায় পড়ে।

২৭ অক্টোবর, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতের চেন্নাইয়ে। সেই ম্যাচে পাকিস্তান দলের যে সময়ে বোলিং ইনিংস শেষ করতে হতো, সেখান থেকে ৪ ওভারের পার্থক্য তৈরি হয়। যার ফলে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের হস্তক্ষেপে এই জরিমানা কার্যকর হয় বাবর আজমের দলের উপর। অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং পল রেইফেল, থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং ফোর্থ আম্পায়ার রিচার্ড কেটলবোরো অভিযোগটিতে সম্মতি দিয়েছেন। 

আইসিসি ক্রিকেট আইনের ২.২২ ধারা অনুসারে, কোনো দলের খেলোয়াড়– যে ন্যূনতম ওভার রেটের সাথে সম্পৃক্ত, প্রতি ওভার পার্থক্য তৈরির জন্য তাদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। এই হিসেব অনুযায়ী, পাকিস্তান দলকে ২০ শতাংশ জরিমানা প্রদান করতে হবে। বাবর আজম তার দলের পক্ষে এই শাস্তি গ্রহণ করেছেন। এর ফলে কোন ধরনের শুনানির প্রয়োজন হয়নি। 

৯৭ ডেস্ক

Read Previous

ইনজামামকে বরখাস্ত করলে মোটা অঙ্কের টাকা দিতে হবে পিসিবিকে

Read Next

‘কেউ না থাকলেও ক্রিকেটারদের পাশে আমরা আছি’

Total
0
Share