বাংলাদেশকে ভালো করতে টোটকা দিলেন ইরফান পাঠান

ইরফান পাঠান
Vinkmag ad

ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের মন কাঁদছে বাংলাদেশি ভক্তদের জন্য। বিশ্বকাপে তৃতীয়বার আইসিসির কোনো সহযোগী সদস্যের কাছে হারল বাংলাদেশ। কোলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে গত রাতে টাইগারদের অসহায় আত্মসমর্পণ দেখে উন্নতির টোটকা দিয়েছেন ইরফান পাঠান। তার মতে, মাঠের বাইরের কিছু বিষয়ে পরিবর্তন আনলে কাটবে বাংলাদেশ ক্রিকেটের সংকট। 

প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিপরীতে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা নেদারল্যান্ডসের স্মরণীয় জয়! কোলকাতায় বাংলাদেশকে তারা হারাল ৮৭ রানে। বাংলাদেশ ক্রিকেটের এমন ভরাডুবিতে রীতিমতো অবাকই হয়েছে সবাই। কেউ ছুড়ে দিচ্ছে প্রশ্ন, কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বোর্ড কর্তাদের ও টিম ম্যানেজমেন্টকে।

প্রাক্তন ভারতীয় পেসার ও ধারাভাষ্যকার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, যেভাবে বাংলাদেশ ক্রিকেট তাদের সংকট কাটিয়ে উঠতে পারে।

‘বাংলাদেশকে তাদের ক্রিকেটের উন্নতি করতে মাঠের বাইরের জিনিসপত্র ভালোভাবে সাজাতে হবে! তাদের এমন উত্সাহী ভক্ত রয়েছে, যাদের আরও ভালো কিছু প্রাপ্য!’

এবারের ভারত বিশ্বকাপে ব্যাট হাতে অধিনায়ক সাকিবের সময়ও ভালো যাচ্ছে না। তার হতাশাজনক পারফরম্যান্সের সাথে চলছে দলের একের পর এক বিপর্যয়। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবের দল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন। তবুও অধিনায়কের বিশ্বাস, তার দল শেষটা অন্তত ভালো করবে।

৯৭ ডেস্ক

Read Previous

স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ, নির্দ্বিধায় স্বীকার করলেন সাকিব

Read Next

বিশ্বকাপ শেষ কুমারার, শ্রীলঙ্কা দলে চামিরা

Total
0
Share