স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ, নির্দ্বিধায় স্বীকার করলেন সাকিব

সাকিব 11
Vinkmag ad

সাকিব সংবাদ সম্মেলনে বললেন, ‘কী হচ্ছে বুঝতে পারছি না’– এই কথা বোধহয় বাংলাদেশের ভক্ত-সমর্থকদেরও। তাঁরাও বুঝতে পারছেন না, কী হচ্ছে, কেন হচ্ছে। বাংলাদেশ অধিনায়কের নির্বাক অভিব্যক্তি সন্মেলন কক্ষে ঠিকরে বের হলো। কোথায় সবকিছুর উত্তর, তা যেন এক অজানা প্রশ্ন হয়েই ঘুরপাক খেতে লাগল পুরোটা সময়। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে হয়েছে বাংলাদেশকে।

কোলকাতার ইডেন গার্ডেন্সে খেলা। দেশ থেকে বহু বাংলাদেশি সমর্থক ছুটে গেছেন খেলা দেখতে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর, পরপর ৪ ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবুও এদেশের ক্রিকেট-প্রেমীদের আশা, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অন্তত ঘুরে দাঁড়াবে দল।

কিন্তু ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্য মোকাবিলা করতে গিয়ে ১৪২ রানেই থেমেছে বাংলাদেশ। হেরেছে ৮৭ রানে। পরপর ৫ ম্যাচেই হার দেখল দল। ঘুরে দাঁড়ানোর প্রশ্নে তাই খুব একটা আত্মবিশ্বাসী হতে পারলেন না সাকিব আল হাসান।

“সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে, এখনও সুযোগ আছে। খুবই কঠিন। চেষ্টা করতে হবে, এছাড়া তো কিছু করার নেই। আজকের দিন যদি ভুলে যেতে পারি, সামনের ম্যাচে ভালোভাবে মনোযোগ দিতে পারি… তবে এটা করা খুবই কঠিন। যে পরিস্থিতির ভেতরে আমরা আছি, এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।”

সেমিফাইনালের আশা আর সম্ভাবনা কিছুই আর দেখার কথা না বাংলাদেশের। তবে কোন সুযোগ বা সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক, সেই প্রশ্ন যখন সাকিবের কাছে গেল। তিনি জানিয়েছেন, অন্তত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেলেও র‍্যাংকিংয়ের ৮ নম্বরে থাকতে হবে দলকে।

“সেমিফাইনালের সম্ভাবনা না। অন্তত আরেকটু ভালো করার। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি খেলতে হয় র‍্যাংকিংয়ের ৮ এর মধ্যে থাকতে হবে। কঠিন হবে তবে খেলা শেষ হওয়ার আগপর্যন্ত কিছু বলা সম্ভব না। ১৫ জনকেই চেষ্টা করতে হবে। চেষ্টা করা ছাড়া উপায় নেই।”

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ৩ জয়, ৫ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত। এবার ২০২৩ এ এসে, দলের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করতে গেলে, আশাবাদী হওয়ার মতো তেমন কিছুই নেই। জয় মাত্র ১ ম্যাচে। হাতে এখনও ৩ ম্যাচ আছে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

প্রশ্ন গেল সাকিবের কাছে, এটাই কি তবে স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ বাংলাদেশের জন্য? সাকিবও স্বীকার করলেন, কোনো প্রশ্ন না তুলেই।

“হ্যাঁ, এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি এতে অস্বীকৃতি জানাব না।”

৯৭ ডেস্ক

Read Previous

রাগবি বিশ্বকাপের ফাইনাল দেখে মিকিরেনের জয় উদযাপন

Read Next

বাংলাদেশকে ভালো করতে টোটকা দিলেন ইরফান পাঠান

Total
0
Share