বাংলাদেশের ভক্তদের কাছে হার্শার প্রশ্ন

বাংলাদেশ ১
Vinkmag ad

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর আর জয়ের দেখা নেই বাংলাদেশ দলের। অথচ সেমি’র স্বপ্ন ছিল তাঁদের। কিন্তু সেই অনুযায়ী পারফর্ম করতে পারছে না সাকিবের দল। হারের ধারাবাহিকতায় আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও পরাজিত দল বাংলাদেশ। সমালোচনা চারদিকে। জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে বাংলাদেশের ভক্তদের দিকে ছুড়ে দিলেন প্রশ্ন। এর উত্তর জানা আছে কী!

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে কোলকাতায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস অল্প রানেই থামে। সেই অল্প রান অবশ্য ২২৯। যা বাংলাদেশের কাছে অল্প হিসেবে ধরা দেয়নি। বরং এই রান’কেই মনে হচ্ছিল পাহাড়সম।

এই রান টপকে যাওয়ার মতো পারফর্ম ব্যাটারদের থেকে পাওয়া যায়নি। একে একে ফিরেছেন সবাই। দলের রানের উন্নতি না করেই। শেষপর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৪২ রানে। গুটিয়ে গিয়েছে বলা ভালো। আর ডাচরা জয় পেয়েছে ৮৭ রানের।

সমালোচনা চলছেই। হার্শা বাংলাদেশের ব্যাপারে কিছুটা সরব আগে থেকেই। বিশ্বকাপ শুরু আগেই সাকিব-তামিম ইস্যু নিয়ে নিজের বিরক্তিও প্রকাশ করেছিলেন। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন।

‘এক্স’ এ দেওয়া সেই পোস্টে লিখেছেন,

“বাংলাদেশকে নিজেদের কিছু কঠিন প্রশ্ন করতে হবে। এখন থেকে কয়েক বছর পরে তাঁদের প্রয়োজন হতে পারে। তাহলে, বাংলাদেশের ভক্তরা, সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পরে কতজন প্রকৃত বিশ্বমানের খেলোয়াড় উঠে এসেছে, আপনাদের মতে?”

সাকিব আল হাসান, তামিম ইকবাল বা মুশফিকুর রহিম– বাংলাদেশের কাণ্ডারি-জ্ঞান করা হয় তাঁদের। দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছেন। এখন সময় হয়েছে নতুনদের এগিয়ে আসার। দায়িত্ব কাঁধে নেওয়ার। ম্যাচ বের করে, জিতিয়ে মাঠ ছাড়ার। কিন্তু তেমন কিছুই যে চোখে পড়ছে না, যা আশাব্যঞ্জক করে তুলতে পারে ‘হার্শা’কে, বাংলাদেশের ভক্তদের’কে।

আর সেই পর্যবেক্ষণ থেকেই এই ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশের ভক্তদের প্রতি রাখলেন এক জরুরি প্রশ্ন। যার উত্তর কী জানা আছে আপনাদের?

৯৭ ডেস্ক

Read Previous

‘যেভাবে আমরা খেলেছি সমালোচনা আমাদের প্রাপ্য’

Read Next

রাগবি বিশ্বকাপের ফাইনাল দেখে মিকিরেনের জয় উদযাপন

Total
0
Share