‘যেভাবে আমরা খেলেছি সমালোচনা আমাদের প্রাপ্য’

সাকিব 12
Vinkmag ad

অধিনায়ক সাকিব আল হাসানও আজ মানছেন এবারের বিশ্বকাপই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। তবে সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে সাকিব জানালেন, বাংলাদেশ এখন যেভাবে খেলছে এতোটাও খারাপ দল না। তবে সমর্থকদের সমালোচনা ইস্যুতে সাকিবের উত্তর, ‘যেভাবে আমরা খেলেছি এমনটা আমরা ডিজার্ভ করি।’

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বেদনার এক রাত, কোলকাতার ইডেনে ডাচ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও পরাজয়ের লজ্জায় ডুবল সাকিব আল হাসানের দল। 

এবারের বিশ্বকাপকে ঘিরে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক, সাকিব এসব দেখছেন স্বাভাবিকভাবেই। সংবাদ সম্মেলনে সাকিবের উত্তর,

‘হতাশাজনক… তারা আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি, যেভাবে আমরা খেলেছি এমনটা আমাদের প্রাপ্য।’

‘আমরা খুবই আন্ডার পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি অন্তত, এতো খারাপ দল আমরা না। এরকম পরিস্থিতিতে কামব্যাক করা কঠিন। আমাদের এই ১৫ জনকেই চেষ্টা করতে হবে। কঠিন কিন্তু এই চেষ্টা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

২৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে টাইগারদের ইনিংস থামে ১৪২ রানে। ৮৭ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ রাঙাল নেদারল্যান্ডস।

৯৭ ডেস্ক

Read Previous

নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Read Next

বাংলাদেশের ভক্তদের কাছে হার্শার প্রশ্ন

Total
0
Share