

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল আগামী ডিসেম্বরে ভারত সফর করবে, যা চলবে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে ইংল্যান্ড নারী দল খেলে যাবে এক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি।
বিসিসিআই নিশ্চিত করেছে, ভারত ডিসেম্বরে হোম সিরিজের জন্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। ৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারী ২০২৪ পর্যন্ত মোট ১১টি ম্যাচ খেলবে ভারতের নারী দল। যার মধ্যে ৬ টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট অন্তর্ভুক্ত।
মাল্টি-ফরম্যাটের সিরিজের জন্য ভারত সফর করবে অস্ট্রেলিয়া নারী দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম একমাত্র টেস্ট এবং ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম টি-টোয়েন্টি আয়োজন করবে। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজটি অবশ্য আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ না।
অস্ট্রেলিয়ার আগে ভারত সফরে আসবে ইংল্যান্ড নারী দল। তারা ভারতীয় নারীদের বিপক্ষে খেলবে ৩ টি-টোয়েন্টি ও এক টেস্ট। ৬ ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ১৭ ডিসেম্বর টেস্ট দিয়ে শেষ হবে ইংলিশ নারীদের সফর।
এরমাঝেই অস্ট্রেলিয়া নারী দল আসবে ভারতে। একমাত্র টেস্ট শুরু হবে ২১ ডিসেম্বর। চারদিনের এই টেস্ট ম্যাচের পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ৯ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার শেষ হবে ভারত সফর।
ইংল্যান্ড নারী দলের ভারত সফর-
প্রথম টি-টোয়েন্টি- ৬ ডিসেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৯ ডিসেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি- ১০ ডিসেম্বর
একমাত্র টেস্ট- ১৪-১৭ ডিসেম্বর
অস্ট্রেলিয়া নারী দলের ভারত সফর-
একমাত্র টেস্ট- ২১-২৪ ডিসেম্বর
প্রথম ওয়ানডে- ২৮ ডিসেম্বর
দ্বিতীয় ওয়ানডে- ৩০ ডিসেম্বর
তৃতীয় ওয়ানডে- ২ জানুয়ারি
প্রথম টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি
তৃতীয় টি-টোয়েন্টি- ৯ জানুয়ারি