বাংলাদেশের রান বন্যায় ডুবে গেল লঙ্কান ব্যাটিং লাইন

বাংলাদেশ ইমার্জিং
Vinkmag ad

ডাম্বুলায় চারদিনের টেস্টে আরও একটি দারুণ দিন গেল বাংলাদেশ ইমার্জিং দলের। দিনের শুরুতে বাংলাদেশের ইনিংস ঘোষণা ৫০১ রানে। জবাব দিতে নেমে জোড়া সেঞ্চুরির পরও ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২৯৮। এখনও তারা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২০৩ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০১ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় স্বাগতিকদের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারেই নেই লঙ্কান ওপেনার অভিষেক লিয়ানারাচ্চির উইকেট। শূন্য হাতেই বিদায় নেন অভিষেক, আহমেদ শরিফের বলে ক্যাচ লুফে নেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। ৭ম ওভারে স্বাগতিকরা হারায় তিনে নামা পাভান রাথানায়েকের উইকেট। ফেরার আগে তিনি অবশ্য করেচেন ৫ রান। এবার রিপন মন্ডলের বলে ক্যাচ নেন প্রান্তিক নওরোজ নাবিল।

এরপর অবশ্য নাভোদ পারানাভিথানা ও অধিনায়ক সোহান দিনুশার ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ফিফটি হাঁকিয়ে দুজনেই পেয়ে যান শতকের দেখা। এই জুটির সামনে বাংলাদেশের বোলাররা মাঝের সেশনে কোনোপ্রকার সুযোগই পায়নি। ক্রমশ ভয়ংকর হয়ে উঠে পারানাভিথানা-দিনুশা জুটি। দুইশো ছাড়িয়ে গিয়ে তাদের পার্টনারশিপ যখন ২২৩ রানে, তখনই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাইম আহমেদ। ১৩৬ রানে থাকা নাভোদ পারানাভিথানা হয়েছেন বোল্ড। এরপর শুরু হয় লঙ্কানদের উইকেট মিছিল।

৩০ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। স্কোরবোর্ড ২৪২/২ থেকে মুহূর্তেই হয়ে যায় ২৭১/৬। আহান বিক্রমাসিংহের ব্যাট থেকে আসে ২৩ রান। সোহান ডি লিভেরিয়া কোনো রান করার আগেই ফিরেছেন রান-আউটের শিকার হয়ে। হাসান মুরাদের দ্বিতীয় শিকার হওয়া চামিন্দুর ব্যাট থেকে আসে কেবল ১ রান।

সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি অধিনায়ক সুনাল দিনুশা। ব্যক্তিগত ১০৬ রানে নাহিদ রানার বলে ক্যাচ তুলেন উইকেটের পেছনে প্রিতম কুমারের গ্লাভসে। দলীয় ২৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কা দিনের খেলা শেষ করেছে ২৯৮ রানে।
কাল ম্যাচের শেষ দিন কালহারা সেনারথনে ১২ ও শাশিকা দুলশান ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। এখনও তারা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২০৩ রানে।

এদিন বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট পান হাসান মুরাদ। এছাড়া যথাক্রমে একটি করে উইকেট দখলে নেন রিপন মন্ডল, নাহিদ রানা, আহমেদ শরিফ ও নাইম আহমেদ।

৯৭ ডেস্ক

Read Previous

শেষের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

Read Next

ডিসেম্বরে ভারত সফরে আসবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েরা

Total
0
Share