র‍্যাংকিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের উন্নতি, পিছিয়ে গেলেন সাকিব-লিটন

সাকিব 8
Vinkmag ad

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনও এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। ডি কক ও হেনরিখ ক্লাসেন জায়গা করে নিলেন সেরা পাঁচে। ব্যাটিং কি বোলিং; সব বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের অবনতি। ব্যাটিংয়ে সাকিব, মুশফিক, লিটন পিছিয়ে গেলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদের। বোলিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

আইসিসির হালনাগাদকৃত সবশেষ ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে, বাবর আজমের ৮২৯ রেটিং পয়েন্ট এবং শুবমানের ৮২৩ রেটিং পয়েন্ট। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গিল। দু’জনের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৬ রেটিং।

তিন লাফে তিন নম্বরে উঠে আসলেন কুইন্টন ডি কক। চার ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান নিলেন বিশ্বকাপে রীতিমতো তাণ্ডব চালানো হেনরিখ ক্লাসেন। ভিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে দুই ও তিন ধাপ করে এগিয়ে যৌথভাবে পাঁচে। দু’জনের দখলেই এখন সমান ৭৪৭ রেটিং পয়েন্ট করে। 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পিছিয়েছেন মুশফিক, সাকিব, লিটন। দুই ধাপ করে পিছিয়ে মুশফিক সর্বোচ্চ ২৪ ও সাকিবের অবস্থান ৪৪ তম। লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন আছেন ৪৯ নম্বরে। তবে প্রোটিয়া ম্যাচে ১১১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ দিয়েছেন লাফ, ৪ ধাপ এগিয়ে ৫২ তম অবস্থানে। নাজমুল হোসেন শান্তও নেমে গেছেন এক ধাপ (৭২ তম)।

অন্যদিকে, ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড শীর্ষস্থানেই আছেন। ভারতীয় স্পিডস্টার মোহাম্মদ সিরাজ দুই নম্বরে (এক স্থান উপরে উঠে দ্বিতীয়)। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এই পর্যন্ত বিশ্বকাপ ইভেন্টে সাত উইকেট নেওয়ার পরে পাঁচ ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে এবং এটিই তার ক্যারিয়ারের সেরা র‍্যাংকিং। যেখানে আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবী (চার স্থান উঠে ষষ্ঠ স্থানে) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (চার স্থান উপরে উঠে এসেছেন) সপ্তম) শীর্ষ দশে রয়েছে।

সাকিব আল হাসান পেছালেন বোলারদের লিস্টেও। এক ধাপ পিছিয়ে সাকিব এখন ২১ নম্বরে। ৫ ধাপ পিছিয়ে মুস্তাফিজের অবস্থান ৩২ তম। তাসকিন, শরিফুল একইভাবে জায়গা হারালেও উন্নতি হয়েছে কেবল মেহেদী হাসান মিরাজের। তিন ধাপ এগিয়ে আসলেন ৩৬ নম্বরে। 

তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অলরাউন্ডারদের ওয়ানডে র‍্যাংকিংয়ে সবার সামনেই রয়েছেন। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এই লিস্টে সবচেয়ে বড় মুভার, ব্যাট হাতেও ফর্মে থাকা জানসেন ২৩ স্থান লাফিয়ে স্কটল্যান্ডের মাইকেল লিস্কের সাথে ১১ তম স্থানে রয়েছেন।

৯৭ ডেস্ক

Read Previous

নাহিদার ফাই-ফারের পর পাকিস্তানকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

Read Next

অস্ট্রেলিয়া পেল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়

Total
0
Share