চেন্নাইয়ের দত্তক নেওয়া সন্তান

চেন্নাইয়ের দত্তক নেওয়া সন্তান
Vinkmag ad

১৯৭৫, ১৯৭৯- প্রথম দুই বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন শ্রীনিবাসরাঘবান ভেঙ্কটরাঘবান। এই তারকা অফ স্পিনার ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৫৭ টেস্ট, ১৫ ওয়ানডেতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৯০ উইকেট নেওয়া ভেঙ্কটরাঘবানের জন্ম মাদ্রাজে, যা বর্তমানে চেন্নাই।

তামিল নাড়ু অঞ্চলের কৃষ্ণমাচারি শ্রীকান্ত ভারতের বিশ্বকাপ জয়ী দলের (১৯৮৩) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। লক্ষণ শিবরামকৃষ্ণ, ভারত অরুন, দীনেশ কার্তিক, মুরালি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর- ভারতের পক্ষে টেস্ট খেলেছেন এমন তামিল নাড়ুর ক্রিকেটারদের মধ্যে উল্লখযোগ্য নাম।

বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামও তামিল নাড়ুর। তামিল নাড়ুর ক্রিকেট ঐতিহ্য বেশ সমৃদ্ধ। সেখানে মাহেন্দ্র সিং ধোনি একজন আউটসাইডার। ঝাড়খন্ডে জন্ম নেওয়া ধোনির সঙ্গে চেন্নাইয়ের নাড়ির সম্পর্ক নেই। তবে যে সম্পর্ক গেল ১৫ বছরে তৈরি হয়েছে তাও বা কম কিসের!

চিপুক স্টেডিয়ামের (এম চিদাম্বরম স্টেডিয়াম) সংবাদ সম্মেলন কক্ষে তামিল নাড়ুর ক্রিকেটারদের অর্জনের অনেক পেপার কাটিং দারুণভাবে প্রদর্শিত আছে। সেখানেই চোখ পড়ল এক শিরোনামে- ‘সিটি’স অ্যাডাপ্টেড সন’।

ঝাড়খন্ড থেকে চেন্নাইয়ের দুরত্ব প্রায় ১৮০০ কিলোমিটার। ভারতের দুই প্রান্তের এই দুই শহরের মধ্যে সেতু হয়েছে আইপিএলের এক দল- চেন্নাই সুপার কিংস। আইপিএলের জনপ্রিয় ও অন্যতম সফল দলটিকে মাহেন্দ্র সিং ধোনি দিয়েছেন অনেক কিছু।

ভারতকে আইসিসি ইভেন্টের সবকটি শিরোপা জেতানো অধিনায়ক সিএসকেকে জিতিয়েছেন একাধিক আইপিএল শিরোপা। ধোনি ভালবেসেছেন চেন্নাইকে, চেন্নাই ভালোবেসেছে ধোনিকে। এই ভালবাসার সম্পর্ক এতটাই গাঢ় হয়েছে যে, ধোনি হয়ে উঠেছেন চেন্নাই শহরের দত্তক নেওয়া সন্তান।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের পক্ষে মাহেন্দ্র সিং ধোনি-

ম্যাচ- ২২০
রান- ৪৫০৮
সর্বোচ্চ রানের ইনিংস- ৮৪*
ব্যাটিং গড়- ৩৯.৮৯
স্ট্রাইক রেট- ১৩৭.৪৮
ফিফটি- ২২ টি

ডিসমিসাল- ১৫৫ (১২০ ক্যাচ, ৩৫ স্টাম্পিং)।

শিরোপা জয়- ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

বিসিসিআইয়ের আমন্ত্রণে ভারত সফরে জাকা আশরাফ

Read Next

না ফেরার দেশে এইচ রশিদ নিজাম, বিসিবির শোক প্রকাশ

Total
0
Share