হাসপাতালে ছিলেন গিল, এই সুযোগে শীর্ষেই বাবর

বাবর
Vinkmag ad

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনও এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। বিশ্বকাপের শুরুর দুই ম্যাচ মিস করে শীর্ষস্থান দখল করতে ব্যর্থ শুবমান গিল। ফলে আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম।

আইসিসির হালনাগাদকৃত সবশেষ ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে, বাবর আজমের ৮৩৫ রেটিং পয়েন্ট এবং শুবমানের ৮৩০ রেটিং পয়েন্ট। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গিল। দু’জনের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৫ রেটিং, ডেঙ্গুর কারণে গিল খারাপভাবে ১ নম্বর র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছেন।

তারকা ব্যাটার শুবমান গিল এবারের বিশ্বকাপে ভারতের হয়ে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। তা-না হলে গিল নিশ্চিতভাবে বাবরকে টপকে যেতে পারতেন।

বাবর বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে যথাক্রমে ৫ ও ১০ রানে সাজঘরে ফেরেন। এমন হতশ্রী পারফর্ম্যান্সের পরও বাবরই রইলেন শীর্ষস্থানে। তবে ক্রমশ কমছে গিলের সঙ্গে রেটিংয়ের ব্যবধান।

তিনে আছেন প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন (৭৫৮ রেটিং)। চার ও পাঁচে হ্যারি টেক্টর ও ডেভিড ওয়ার্নার। ভিরাট কোহলি একধাপ এগিয়ে আসলেন সাতে। 

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপে রোহিত যেখানে শচীনের উপরে

Read Next

আজ থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগ

Total
0
Share