বাবরের আশা; ভারতে যদি পাকিস্তানি দর্শকরাও থাকত!

বাবর আজম
Vinkmag ad

ভারত-পাকিস্তান দ্বৈরথ নাকি আর আগের মতো নেই। দর্শকরা বলতে চান, মাঠ ছাপিয়ে মাঠের বাইরে যে দ্বৈরথ- সেটা নাকি আর তেমন নেই। একটু আফসোসের সুর যেন। মাঠের দ্বৈরথ যেখানে মাঠেই থাকা দরকার, তাতে অনেকে সন্তুষ্ট হতে পারছে না। বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছানোর পর, পাকিস্তান দলকে দারুণভাবে বরণ করে নিয়েছে আয়োজক দেশ। অধিনায়ক বাবরের চাওয়া, যদি পাকিস্তান দর্শকেরা ভারতে আসার সুযোগ পেত, সেটা আরও ভালো হতো।

আজ (৪ অক্টোবর) বিশ্বকাপ শুরুর আগের দিন ‘ক্যাপ্টেস ডে’ নামে এক আয়োজনে সকল দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। ভারত ও পাকিস্তান অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম একসাথে অনুষ্ঠান মঞ্চে উঠেছেন।

সর্বশেষ এশিয়া কাপ চলাকালীন সময়ে পাকিস্তান বোর্ডের আমন্ত্রণে ভারতীয় বোর্ড প্রধান রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুকলা মিলে পাকিস্তান সফর করেন। সেখানে দারুণ আতিথেয়তা দিয়ে বরণ করা হয় তাঁদের। দুই দেশের ক্রিকেটকে নতুনভাবে উজ্জীবিত করতে দুই দেশ থেকেই ইতিবাচক প্রস্তাব রাখা হয় সেই সফরে। তবে পিসিবির পক্ষ থেকে বেশ জোরালোভাবেই তা রাখা হয়েছিল, যতদূর জানা যায়।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দল যখন ভারতের মাটিতে নামে, তখন থেকে শুরু করে দল হোটেলে পৌঁছানো পর্যন্ত- নানারকম যত্ন-আত্তি করা হয় তাঁদের। এতে বেশ সন্তুষ্ট ও মুগ্ধ হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পাশাপাশি পাকিস্তান থেকেও বেশ ইতিবাচক আঙ্গিকেই দেখা হয়েছে বিষয়গুলি।

অধিনায়ক হিসেবে ‘ক্যাপ্টেন্স ডে’ তে উপস্থিত হয়ে বাবর নিজেদের দর্শকের ব্যাপারে চিন্তা করলেন। কথা তুললেন, যদি পাকিস্তান থেকে সমর্থকদের সুযোগ দেওয়া হতো, তবে তাঁরা বিশ্বকাপ দেখতে ভারতে আসতে পারত এবং নিজেদের দেশকে সমর্থন করতে পারত।

বাবর বলেন, “এটা আরও ভালো হতো, যদি আমরা আমাদের সমর্থকদেরও পেতাম। এবং আশা করি, আমরা প্রতিটি ম্যাচে ও প্রতিটি মাঠে সমর্থন পাব, তো সামনে দেখা যাক।”

মূলত প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তান দলের সমর্থনে অনেক দর্শক দেখা গিয়েছে মাঠে। যে বিষয়টি নানাভাবে সামনে এসেছে। ভারতে পাকিস্তান সমর্থক, তাও আবার প্রস্তুতি ম্যাচে এমন নানা আলোচনাও হয়েছে। তবে পাকিস্তান দলের সবাই এ ব্যাপারে বেশ খুশি ও আনন্দিত এখন পর্যন্ত। যার ফলে, দেশ থেকে সমর্থক পাওয়ার ব্যাপারেও কিছুটা কথা এগিয়ে রাখলেন বাবর।

৯৭ ডেস্ক

Read Previous

স্টোকসের বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ ম্যাচ দিয়ে

Read Next

‘আমি ঘুমাই নি’, বাভুমা দায় দিলেন ক্যামেরাকে

Total
0
Share