

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা কিছুটা অনিশ্চিত হয়ে আছে বেন স্টোকসের জন্য। ইংরেজি পত্রিকা ‘ডেইলি মেইল’ এর বরাত দিয়ে জানা যায়, স্টোকসের ‘হিপ কম্পলেইন্ট’ রয়েছে। বিষয়টি ইনজুরির সাথে জড়িত। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এই অলরাউন্ডারকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে কিছুটা দ্বিধা রয়ে গেছে।
স্টোকস ওডিআই ক্রিকেট থেকে অবসরে ছিলেন। সর্বশেষ অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে আবারও ফিরে আসেন তিনি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ উপলক্ষ্য তাঁর এই ফেরা। যদিও একেবারে স্পষ্ট কিছু জানানো হয়নি। অধিকার জস বাটলার বলেছেন, স্টোকস তাঁর নিজ ইচ্ছায় ওয়ানডেতে ফিরে এসেছে।
সে যাইহোক প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলায় ছিলেননা এই ইংলিশ অলরাউন্ডার। আজ (৪ অক্টোবর), বিশ্বকাপের প্রথম ম্যাচের আগের দিন জানা গেল, স্টোকসের কিছুটা অস্বস্তি রয়েছে। যা ‘হিপ নিগল’ হিসেবে বলা হচ্ছে।
এ বিষয়ে অধিনায়ক বাটলার বলেন, “আমরা সঠিক ‘কল’টাই করব। সে যদি খেলার জন্য ফিট না থাকে, সে তাহলে ফিট নয়। যদি সে ফিট থাকে, তবে আমরা সিদ্ধান্ত নিব।”
তবে টুর্নামেন্টের শুরুতেই দলের কোনো খেলোয়াড় নিয়ে ঝুঁকি নিতে চান না অধিনায়ক। আজ স্থানীয় সময় ৬ ঘটিকায় অনুশীলন ছিল ইংল্যান্ড দলের। সেখানে দলের খেলোয়াড়দের অবস্থা, পাশাপাশি স্টোকসের বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করা হবে। যদি স্টোকস আগামীকালের ম্যাচ খেলতে না পারেন, সেক্ষেত্রে হ্যারি ব্রুক তাঁর বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়ত খেলতে যাচ্ছেন।
আগামীকাল (৫ অক্টোবর) ভারতের স্থানীয় সময় দুপুর ২ টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।