ঐতিহ্যবাহী এমসিসি’র নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা
Vinkmag ad

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। নিজের পুরানো চেয়ারেই ফের বসছেন এই লঙ্কান কিংবদন্তি। সাঙ্গাকারা ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইক গ্যাটিং এর কাছ থেকে দায়িত্ব নেবেন, যিনি ছয় বছর কমিটির চেয়ারম্যান ছিলেন। 

সুপরিচিত ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, গ্রায়েম স্মিথ, এউইন মরগান এবং হিদার নাইট এমসিসি ক্রিকেট কমিটির সদস্য হিসেবে থাকবেন।

সাঙ্গাকারা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই বছর ক্লাবের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। তিনিই প্রথম অ-ব্রিটিশ ব্যক্তি যিনি এমসিসি-এর সভাপতি পদে অধিষ্ঠিত হন। হ্যাম্পশায়ারের প্রাক্তন অধিনায়ক এবং বিখ্যাত ধারাভাষ্যকার মার্ক নিকোলাস ক্লাবের সভাপতির দায়িত্ব নেবেন।

২০১৯ সালের ১ অক্টোবর থেকে এমসিসির কমিটির প্রেসিডেন্ট পদে কাজ করা শুরু করেছিলেন শ্রীলঙ্কার ক্রিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। যা পরের মেয়াদেও ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যান। এবার সেই পুরানো চেয়ারে ফের নতুন করে বসছেন সাঙ্গাকারা। 

উল্লেখ্য, এমসিসি বিশ্বের অন্যতম সমাদৃত ক্লাব। ১৭৮৭ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট খেলার নিয়ম প্রবর্তন ও পরিবর্তনে এই ক্লাব একমাত্র অথোরিটি হিসাবে কাজ করে। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হাতে ক্রিকেটের আইন প্রণয়নে একক ক্ষমতা।

এমসিসি পরিষদ-

কুমার সাঙ্গাকারা (চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, এউইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, রিকি স্কারিট।

৯৭ ডেস্ক

Read Previous

আফিফের শেষ ওভারের জাদুতে সেমিতে বাংলাদেশ

Read Next

স্টোকসের বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ ম্যাচ দিয়ে

Total
0
Share