

২০২৩ বিশ্বকাপ মিশনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া সাকিব আল হাসান টুর্নামেন্ট ব্যাট হাতেও সেরাদের ক্লাবের নেতৃত্বে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থানেই সাকিব।
সাকিবের নেতৃত্বে ভারতের মাটিতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০০৭ থেকে বিশ্বকাপের গত ৪ আসর মিলিয়ে মোট ২৯টি ম্যাচ খেলেছেন সাকিব।
বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সাকিবের চেয়ে বেশি রান নেই কারও। ২৯ ইনিংসে ৪৫.৮৪ গড়ে সাকিব করেছেন মোট ১১৪৬ রান, যেখানে তার স্ট্রাইক রেট ৮২.২৬। দুটি সেঞ্চুরির সঙ্গে আছে ১০টি ফিফটি রানের ইনিংসও।
সাকিবের এই শীর্ষস্থান দখল কেবল বাংলাদেশেই না আসন্ন বিশ্বকাপে খেলা কোনো ব্যাটারেরই সাকিবের চেয়ে বেশি রান নেই। সাকিবের থেকে তিন ইনিংস কম খেলা ভিরাট কোহলি পিছিয়ে আছেন ১১৬ রানের ব্যবধানে। হাজার রানের মাইলফলক ছোঁয়া ক্রিকেটার কেবল সাকিব আর কোহলি।
৯৯২ রান নামের পাশে লিখে তিন নম্বরে অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। চারে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রান সংখ্যা ৯৭৮। সেরা পাঁচে আছেন কেন উইলিয়ামসনও, ৯১১ রান নিয়ে তিনি ২০২৩ বিশ্বকাপ শুরু করবেন।
বল হাতে অবশ্য সেরা তিনে থেকে টুর্নামেন্ট শুরু করবেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় ৩৪ উইকেট নিয়ে সাকিব আর সাউদি যৌথভাবে তিন নম্বরে। সাকিবের আগে কেবল মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট।
সবচেয়ে বেশি রান নিয়ে ২০২৩ বিশ্বকাপে যারা-
সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১১৪৬ রান (২৯ ইনিংস)
ভিরাট কোহলি (ভারত), ১০৩০ রান (২৬ ইনিংস)
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ৯৯২ রান (১৮ ইনিংস)
রোহিত শর্মা (ভারত), ৯৭৮ রান (১৭ ইনিংস)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ৯১১ রান (২২ ইনিংস)