গোহাটিতে বৃষ্টি ছাপিয়ে সাকিবের ব্যাটিংয়ে স্বস্তি

গোহাটিতে বৃষ্টি ছাপিয়ে সাকিবের ব্যাটিংয়ে স্বস্তি
Vinkmag ad

গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে যখন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটি জমতে শুরু করেছে তখন স্টেডিয়ামের বাইরে নেটে ব্যাট প্যাড নিয়ে হাজির সাকিব আল হাসান। 

থ্রোয়ারের ভূমিকায় বাংলাদেশের সাপোর্ট স্টাফ ফয়সাল হোসেন ডিকেন্স। ডিকেন্স ছুড়ছিলেন বল, তা স্বাচ্ছন্দে খেলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। নেটের খুব বেশি কাছে যাবার সুযোগ না থাকলেও দূর থেকে দেখে মনে হয়েছে সাকিব ম্যাচ খেলার জন্য প্রায় প্রস্তুতই।

সাকিবের ব্যাটিং অনুশীলন করার সময়েই মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফেরেন। আদিল রশিদের নিরীহ ফুলটসে মাহমুদউল্লাহ লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দেবার পর আর ৩.৩ ওভার খেলা মাঠে গড়িয়েছে। এরপর স্টেডিয়াম ভেঙে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়।

সাকিবের অনুশীলনেও ছেদ পড়ে বৃষ্টিতে। তবে সাকিবের নেটে অনুশীলন স্বস্তি ফিরিয়েছে টাইগার শিবিরে, ভক্ত-সমর্থকদের মনেও। 

যদিও আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। তাঁর পরিবর্তে টস করতে নামা নাজমুল হোসেন শান্ত টসের সময় জানান সাকিব শতভাগ ফিট, খেলতে প্রস্তুত আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। যে কথার প্রমাণ মিলেছে গোহাটি স্টেডিয়ামের নেটে। 

গোহাটি এসে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সাকিব। যার জেরে খেলা হয়নি দুই প্রস্তুতি ম্যাচ। ধরমশালার এইচপিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সেই ম্যাচ থেকেই সাকিবকে পেতে চাইবে দল। 

৯৭ প্রতিবেদক

Read Previous

তামিমের উদ্দেশ্যে সুজন- ‘প্রমাণ থাকলে বলে দেন না ভাই…’

Read Next

বিশ্বকাপে আফগানদের মেন্টর অজয় জাদেজা

Total
0
Share