ইংলিশ টেস্ট পরীক্ষায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ড বাংলাদেশ 1
Vinkmag ad

আজ ২ অক্টোবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে। অধিনায়ক সাকিব আল হাসান আজকের ম্যাচেও আছেন বিশ্রামে। তবে চোট কাটিয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়া বাংলাদেশ ইংল্যান্ডকেও দিতে চায় পরাজয়ের স্বাদ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। সাকিবের সঙ্গে একাদশে নেই মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। তবে এই তিন পেসার বল করার সুযোগ পাবেন। 

গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। স্টার স্পোর্টস ২ ছাড়াও গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ। তামিম-লিটনের ১৩১ রানের পর মিরাজের অপরাজিত ফিফটিতে আসে ৭ উইকেটের বড় জয়। এর আগে বোলিং, ফিল্ডিংয়ে দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয় ২৬৩ রানে।

এই প্রস্তুতি ম্যাচ খেলে টাইগার স্কোয়াড উড়াল দিবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

Read Next

তামিমের উদ্দেশ্যে সুজন- ‘প্রমাণ থাকলে বলে দেন না ভাই…’

Total
0
Share