

চীনে চলমান ১৯তম এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ বিভাগে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে সরাসরি। যেখানে সাইফ হাসানের দল প্রতিপক্ষ হিসেবে পেল মালয়েশিয়াকে। ৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হবে ম্যাচটি।
এশিয়ান গেমসে এখনও নামেনি বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। এবার পদকের দাবিদার তারা। আগামী ৪ অক্টোবর এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেল মালয়েশিয়াকে। বাংলাদেশ খেলবে টুর্নামেন্টের সবশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
৪ অক্টোবর থেকে নিজেদের যাত্রা শুরু করবে টিম টাইগার্স, সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। তাদের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ও আফগানিস্তান। আইসিসির র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলগুলো সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। আর বাকি দলগুলোকে লড়াই করে জায়গা করতে হয়েছে।
বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে জিতলে খেলার সুযোগ পাবে ৬ অক্টোবরের প্রথম সেমিফাইনালে। যেখানে জুনিয়র টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাবে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা ভারত-নেপালের মধ্যকার বিজয়ী দলকে।
Here are the fixtures of the quarter draw. The next leg of Men’s Cricket in the Asian Games is promising to be super exciting!#AsianGames pic.twitter.com/jWZwiNNiao
— AsianCricketCouncil (@ACCMedia1) October 2, 2023
সাইফ হাসান নেতৃত্বাধীন দলে আছে ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো খেলোয়াড়রা।
এশিয়ান গেমসে বাংলাদেশ দল-
মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।