

এশিয়ান গেমস ক্রিকেটে নারী বিভাগে দুই ‘ফাইনালিস্ট’ দল নির্ধারিত হয়েছে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দলকে হারিয়ে ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান দলকে হারিয়ে শ্রীলঙ্কা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত-শ্রীলঙ্কা নারী দলের ফাইনাল আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান; এই দুই পরাজিত দল মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
চায়নাতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে যে দল জয় লাভ করবে তাঁরা ‘গোল্ড’ পদক অর্জন করবে। রানারআপ দল পাবে ‘সিলভার’ পদক। ‘ব্রোঞ্জ’ পদকের জন্য লড়বে সেমিফাইনাল ম্যাচে পরাজিত দুই দল বাংলাদেশ ও পাকিস্তান।
ভারতীয় দল এবার প্রথম এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কা দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে। এর আগে ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল দলটি। এর আগে দুইবার এশিয়ান গেমসে নারী ক্রিকেট ছিল। ২০১০ ও ২০১৪ সালে। দুইবারই বাংলাদেশের নারীদের হারিয়ে পাকিস্তানের নারীরা গোল্ড পদক জিতেছিল।
এবারের আসরে ভারত ও বাংলাদেশ দল নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল যথাক্রমে মালয়েশিয়া ও হংকং এর বিরুদ্ধে। তবে দুইটা ম্যাচই বৃষ্টির কারণে ভেসে যায়। র্যাংকিংয়ের দিক থেকে এগিয়ে থাকা ভারত ও বাংলাদেশ উভয় দলই ম্যাচ পরিত্যক্ত হওয়া স্বত্বেও সেমিতে যাওয়ার সুযোগ পেয়েছিল।
সেমিফাইনালে ভারতের নারীদের কাছে শোচনীয় পরাজয় মানতে হয় বাংলাদেশকে। টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ১৮তম ওভার খেলতে গিয়ে মাত্র ৫১ রানে অলআউট হয়। এই লক্ষ্যমাত্রা মোকাবিলা করতে ভারতের নারীদের খরচা হয় ২ উইকেট আর ৮.২ ওভার। ফলে খুব সহজেই ফাইনালে উঠে যায় স্মৃতি মান্দানার দল।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কার নারীরা। প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভার ব্যাট করে রানের খাতায় তেমন সুবিধা করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ১৭তম ওভার চলাকালীন জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান নারীরা।
চীনের হ্যাংঝুতে, আগামী ২৫ সেপ্টেম্বর, ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কার নারীরা। একইদিনে একই ভেন্যুতে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা।