

ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ আইসিসি ওডিআই বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পর, তাঁর এই উন্নতি দেখা গেল। এ বছরের জানুয়ারি মাসেও ওডিআই র্যাংকিংয়ে ১ নম্বর বোলার ছিলেন তিনি।
জানুয়ারিতে সিরাজ ১ নম্বরে থাকলেও, মার্চে অস্ট্রেলিয়ান জশ হ্যাজেলউড সেই স্থান দখল করে নেন। গত ১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনালে ১০ উইকেটে জয় পায় ভারত। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করেছিল ভারতীয় বোলাররা, যেখানে সিরাজের পকেটে ছিল ৬ উইকেট। একই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। মূলত সেই পারফর্ম্যান্সের পর ৮ ধাপ এগিয়ে ওডিআই’তে এখন শীর্ষ বোলার সিরাজ।
অন্যদিকে সাউথ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ তাঁর র্যাংকিংয়ে উন্নতি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ এ সিরিজ জয়ে মহারাজের ভূমিকা ছিল। সিরিজ শেষ করেছেন ৮ উইকেট নিয়ে। শেষ ম্যাচে ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৪ টি উইকেট। ১০ ধাপ এগিয়ে তিনি এখন র্যাংকিংয়ের ১৫ নম্বরে।
আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমান ও রাশিদ খানের বোলিং র্যাংকিংয়েও হয়েছে উন্নতি। মুজিব ২ ধাপ এগিয়ে ৪ নম্বরে এবং রাশিদ ৩ ধাপ এগিয়ে ৫ নম্বরে অবস্থান করছেন।
অন্যদিকে ব্যাটারদের মধ্যে সাউথ আফ্রিকান হেনরিখ ক্লাসেন ও ইংল্যান্ডের ডেভিড মালানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৪ রানের এক ইনিংস খেলেছিলেন ক্লাসেন, এরপর এই প্রথমবারের মতো শীর্ষ দশ ব্যাটারের তালিকায় প্রবেশ করলেন তিনি। এখন আছেন ৯ নম্বরে। অন্যদিকে মালান নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সিরিজ পার করেছেন, ৩ ম্যাচে নিয়েছেন ২৭৭ রান। এখন অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ১৩তম অবস্থানে।