

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল সাজাতে বরাবরই পটু। এবারও তেমন ইঙ্গিতই রাখছে তাঁরা এখন পর্যন্ত। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান-কে ‘রিটেইন’ করার ঘোষণা এসেছে। ঘোষণা এসেছে, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের ব্যাপারেও। এই দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে কুমিল্লার হয়ে প্রতিনিধিত্ব করবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ দল। আগের আসরে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শিরোপা ঘরে তুলেছিল দলটি। আসন্ন আসরের জন্যেও বেশ আয়োজন করে দল সাজাচ্ছে তাঁরা।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স- এর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে জানা যায়, বিপিএলের নতুন আসরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় দুই ক্রিকেটার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল কুমিল্লার সাথেই থাকছেন। আগের আসরে শেষ মুহূর্তে দলের সাথে যোগ দিয়েছিলেন তাঁরা।
এই দুইজন ছাড়াও, পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান’কে ‘রিটেইন’ করেছে দলটি। রিজওয়ান গত আসরে কুমিল্লার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশীয় ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন দাস’কে ‘রিটেইন’ করেছে তাঁরা। এ তালিকায় আছেন কুমিল্লার নির্ভরযোগ্য স্পিনার তানভীর ইসলামও। এছাড়াও গত মৌসুমে সিলেট স্টাইকার্সের হয়ে খেলা বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়- এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।