

ক্রিকেট বা ফুটবলের বিশ্ব আসরে ‘অফিশিয়াল এন্থেম’ বেশ আলোচিত একটি বিষয় হয়ে থাকে। ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই ভারতে শুরু হচ্ছে মহারণ। ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ‘অফিশিয়াল এন্থেম’ রিলিজ পেতে যাচ্ছে আগামীকাল (২০ সেপ্টেম্বর)।
এর আগের আসরগুলোতেও অফিশিয়াল এন্থেম ছিল। সাধারণত প্রত্যেক আসরেই থাকে। বিশ্ব আসরের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এই ধরনের আয়োজন বহু পুরোনো। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের ম্যাচগুলো। সময় যে আর খুব বেশি বাকি নেই, তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
সেই ধারাবাহিকতায় আজ (১৯ সেপ্টেম্বর) ঘোষণা এসেছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষ্যে অফিশিয়াল এন্থেম সামনে আসতে চলেছে আগামীকাল, বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে।
The greatest cricketing Jashn is almost here, 12pm IST tomorrow! #CWC23 👀 pic.twitter.com/eF7n7Qa30w
— ICC Cricket World Cup (@cricketworldcup) September 19, 2023
এন্থেমের মূল পোস্টার উন্মোচিত হয়েছে আজ সন্ধ্যায়। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেতা রানভীর সিং’কে। জানা যায়, রানভীর এই এন্থেমের মূল চরিত্র হিসেবে থাকবেন। সাধারণত মিউজিক ভিডিও আকারে এই ধরনের এন্থেম প্রকাশ পেয়ে থাকে। এটিও তেমনই হবে।
পোস্টারে লেখা ছিল ‘DIL JASHN BOLE’- যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘মনটা উৎসব উৎসব করছে’- এছাড়াও এই এন্থেমের মিউজিক করেছেন, বলিউডের জনপ্রিয় সুরকার প্রীতম চক্রবর্তী। অপেক্ষা এখন আগামীকালের জন্য। কেমন হবে এবারের বিশ্বকাপের অফিশিয়াল এন্থেম!