আর্চার বিশ্বকাপে যাবেন ‘ট্রাভেলিং রিজার্ভ’ হয়ে

আর্চার
Vinkmag ad

আর্চারকে দলে নেওয়ার সমস্ত চাওয়া বোর্ডের ছিল। সেই থেকেই বোধহয় দলের সাথে ‘ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে যাবেন এই পেসার। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সময়কালীন থেকেই দলের বাইরে আর্চার। নেই আসন্ন বিশ্বকাপের স্কোয়াডেও। কারণ মূলত কনুইয়ের চোট।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের সুপার-ওভারের নায়ক ছিলেন জফরা আর্চার। সেই বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। চার বছর ঘুরে আবার এসেছে বিশ্বকাপের মৌসুম। এবারের আয়োজন অনুষ্ঠিত হবে ভারতে। দলের গুরুত্বপূর্ণ এই পেসার পড়েছেন চোটে। তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সর্বাত্মক চেষ্টা জারি ছিল।

তবে শেষপর্যন্ত স্কোয়াডে জায়গা পাননি আর্চার। তবে এমন না যে, দলের সাথে নেই তিনি। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও দলের সাথে অনুশীলন করেছেন। আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিশ্বকাপ দলের সাথে ভারতেও যাবেন তিনি। সেখানে দলের সাথে থাকবেন, অনুশীলন করবেন। পাশাপাশি চলবে পুনর্বাসন-প্রক্রিয়া।

যদি সুযোগ হয়, আর্চার ঢুকে যেতে পারেন মূল দলেও। সম্প্রতি ওপেনার জেসন রয়; তাঁর ইনজুরির কারণে বিশ্বকাপ দলের বাইরে চলে গেছেন। তাঁর বদলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দল বদল করবার সুযোগ রেখেছে আইসিসি।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

৯৭ ডেস্ক

Read Previous

তিন ম্যাচের জন্য ভারতের দুই স্কোয়াড ঘোষণা

Read Next

বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চেয়েছে তানজিম সাকিব

Total
0
Share