তিন ম্যাচের জন্য ভারতের দুই স্কোয়াড ঘোষণা

ভারত 3
Vinkmag ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য দুইটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অনুষ্ঠাতব্য সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ, ভারতের জন্য ভাল প্রস্তুতি বয়ে আনবে। তা অস্ট্রেলিয়ার জন্যেও একইরকম। সবচেয়ে আলোচিত খবর, ২০২২ সালের জানুয়ারি মাসে শেষ ওডিআই ম্যাচ খেলা অভিজ্ঞ স্পিনার অশ্বিন আবারও পঞ্চাশ ওভারের সংস্করণে ডাক পেয়েছেন। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের দলেও সুযোগ পেতে পারেন এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওডিআই’তে ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। সেসময় বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও ভিরাট কোহলি। অবশ্য তৃতীয় ওডিআইতে দুইজনই দলে থাকবেন এবং রোহিত দলকে নেতৃত্ব দিবেন।

ওয়াশিংটন সুন্দর; যিনি কিনা এশিয়া কাপের ফাইনাল খেলতে অক্ষর প্যাটেলের বদলি হিসেবে শ্রীলঙ্কা গিয়েছিলেন, তিনি দুই স্কোয়াডেই সুযোগ পেয়েছেন। অন্যদিকে শুধুমাত্র তৃতীয় ওডিআইতে দলে আছেন আক্সার, তাঁর ফিটনেস বিবেচনায়।

অশ্বিনের ব্যাপারে অধিনায়ক রোহিত বলেন, “একজন স্পিন-অলরাউন্ডার হিসেবে অশ্বিন লাইনে আছেন। আমি তাঁর সাথে ফোনে কথা বলেছি।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ জয়লাভ করলে, র‍্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে তাঁরা বিশ্বকাপ খেলতে যাবে। অন্যদিকে বর্তমানে তিনে থাকা অস্ট্রেলিয়া যদি ৩-০ তে সিরিজ জেতে, সেক্ষেত্রে তাঁরা উঠে যাবে র‍্যাংকিংয়ের এক নম্বরে।

২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর ৩ টি ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

প্রথম দুই ওডিআই’য়ের জন্য ভারতীয় স্কোয়াড:

লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ কৃষ্ণা, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।

তৃতীয় ওডিআই’য়ের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক) লোকেশ রাহুল, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ভিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল (ফিট-থাকা-সাপেক্ষে)।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কার মাঠকর্মীদের জন্য ৫০ হাজার ডলার পুরষ্কার

Read Next

আর্চার বিশ্বকাপে যাবেন ‘ট্রাভেলিং রিজার্ভ’ হয়ে

Total
0
Share