শোচনীয় পরাজয়; লঙ্কান কোচ নিলেন ‘সতর্ক-বার্তা’ হিসেবে

সিলভারউড শানাকা
Vinkmag ad

এশিয়া কাপের এবারের আসর শেষ। গতকালের (১৭ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের কাছে শোচনীয় পরাজয় গুনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৫০ রানে অলআউট হওয়া লঙ্কান দল দশ উইকেটে হেরেছে ভারতের কাছে। শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড অবশ্য পুরো ঘটনা থেকে ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করতে চাচ্ছেন।

মোহাম্মদ সিরাজের ৬, হার্দিক পান্ডিয়ার ৩ আর বুমরাহ’র ১- এই মোট দশ উইকেট। ওডিআই ম্যাচে ১৫.২ ওভারে গুটিয়ে যায় শ্রীলঙ্কা, সংগ্রহ মাত্র ৫০ রান। সেই রান তাড়া করতে গিয়ে ৬.১ ওভারেই উদ্বোধনী জুটিতেই দশ উইকেটের জয় পায় ভারত। এত সংক্ষিপ্ত ছিল গতকালের ফাইনাল ম্যাচ।

“কখনও কখনও বিশ্বকাপে যাওয়ার আগে পিছনের দিক থেকে ‘কিক’ আসা খারাপ কিছু নয়।”

– শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড

তিনি আরও বলেন, “হতে পারে এটি একটি সতর্কবার্তা, যে আমরা যখন ভারত, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাথে প্রতিযোগিতা করব- সেই ছেলেদের সাথে- তখন আমাদের খেলা উচ্চস্তরে থাকতে হবে।”

সিলভারউড আরও যোগ করেছেন, “অবশ্যই এটা ‘ব্যাড ডে ইন দ্য অফিস’। আমরা বেশ উচ্চ-শ্রেণীর বোলিং ইউনিটের বিরুদ্ধে খেলেছি। আমরা যেভাবে শেষ করেছি, এটা লজ্জাজনক ছিল। এটা এমন জিনিস, যা নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট রয়েছে। আমাদের কিছু জিনিস শিখতে হবে ও প্রশ্ন করা হবে ড্রেসিংরুমে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

শ্রীলঙ্কার ঘরের মাটিতে এমন পরাজয়, কেউ আসা করেনি। তবে ক্রিকেটে এমন ঘটে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ছিল দারুণ পারফর্ম করা এক দল। বাংলাদেশকে দুইবার, আফগানিস্তান ও পাকিস্তানকে একবার করে পরাজিত করে ফাইনালে এসেছিল লঙ্কানরা। গতকালের ম্যাচে বেশ বড় হোঁচটই খেতে হয়েছে তাঁদের। তবে কোচ যা বললেন; সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখবে লঙ্কানরা। বিশ্বকাপের আগেই যা খারাপ, তা হয়ে যাক, এমন আশা তাঁদের।

৯৭ ডেস্ক

Read Previous

জয়ের ঝড়ো সেঞ্চুরির পর রিশাদের শিকার ৪ উইকেট!

Read Next

‘আঙ্কেল পার্সি’ পেলেন শ্রীলঙ্কা ক্রিকেটের উপহার ৫ মিলিয়ন রুপি

Total
0
Share