

মাহমুদুল হাসান জয় আজ ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন চট্টগ্রামে। মাত্র ৭০ বলে খেলেন ১১৯ রানের অনবদ্য ইনিংস। তার এমন ব্যাটিংয়ের সুবাদে এশিয়ান গেমস স্কোয়াড সংগ্রহ পায় ১৯৯ রানের। এরপর বাংলাদেশ টাইগার্সকে গুঁড়িয়ে দিয়েছেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। মাত্র ২৮ রান খরচায় রিশাদের ঝুলিতে ৪ উইকেট।
আজ (১৮ সেপ্টেম্বর) ২০ ওভারের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে এশিয়ান গেমস স্কোয়াড তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। প্রথমে ব্যাট করতে নামা এশিয়ান স্কোয়াডের ১৯৯ রানের জবাবে ১৪৭ রানেই থেমে যায় টাইগার্সের ইনিংস। ফলে ৫২ রানের জয় পেয়েছে এশিয়ান গেমস স্কোয়াড।
টস হেরে আগে ব্যাট করতে নামা এশিয়ান গেমস স্কোয়াড ইনিংসের শুরুর ওভারেই হারিয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৫)। এরপর অধিনায়ক সাইফ হাসানকে নিয়ে লড়াই চালান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনে নামা সাইফ অবশ্য ২১ রান করতেই নিয়েছেন বিদায়। শাহাদত হোসেন দিপুও প্যাভিলিয়নে ফেরেন সমান ২১ রানে।
কিন্তু উইকেটের আরেক প্রান্তে ব্যাট হাতে দারুণ সব স্ট্রোক্স খেলে দলকে টানতে থাকেন মাহমুদুল হাসান জয়। দাপট দেখিয়ে তুলে নেন অর্ধশতক, ১০ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৮৮ রান। তবে ইয়াসির আলি রাব্বি পাননি এদিন ১ রানের বেশি। শেষদিকে জয়কে সঙ্গ দিতে এসে জাকের আলি অনিক ১৩ বলে ২৪ রান করে থাকেন অপরাজিত। এরমাঝেই শতক হাঁকিয়ে ইনিংসের শেষ ওভারে আউট হন জয়। মাত্র ৭০ বলে পাওয়া তার ১১৯ রানের ইনিংস সাজানো ছিল ১২ চার ও ৬ ছক্কায়।
মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং ঝড়ের কল্যাণেই এশিয়ান গেমস স্কোয়াড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৯ রান।
রিশাদ হোসেন গতকালের ম্যাচে ব্যাট হাতে ১২ বলে খেলেছিলেন ৩৩ রানের ক্যামিও ইনিংস। আজ দেখালেন লেগ-স্পিন ভেল্কি। তার স্পিন বিষে নীল হয়ে ১৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ টাইগার্স। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় এদিন রিশাদ দখলে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
রনি তালুকদার ও সাদমান ইসলামের ব্যাটে শুরুটা অবশ্য ভালো করেছিল বাংলাদেশ টাইগার্স। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউ। রনি আউট হয়েছেন ২৮ রান করে। সাদমানের ব্যাট থেকে ১৫ রান। তিনে নামা ইরফান শুক্কুর আউট হয়েছেন ব্যক্তিগত ২১ রানে। মাহিদুল ইসলামের ২৮ রানের পর মুমিনুল হক বিদায় নিয়েছেন কেবল পাঁচ রানেই। সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন নাইম হাসান। ১৮.৫ ওভারে ১৪৭ রান করতেই শেষ বাংলাদেশ টাইগার্সের ইনিংস।