হেডকে ছাড়াই ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
Vinkmag ad

বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই ভারত যাচ্ছে অজিরা। মারনাস লাবুশেইন স্কোয়াডে থাকলেও নেই ট্রাভিস হেড। প্রোটিয়া সিরিজে পাওয়া চোট এখন হেডের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি করেছে সংশয়।

ভারতের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সফরে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে বিশ্বকাপের আগে অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ট্রাভিস হেড। তাই ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। হেডের বদলি হিসাবে নেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও ওডিআই ক্রিকেটে অভিষেক হয়নি তার। আর স্কোয়াড বাদ পড়েছেন অ্যারন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসের। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন স্পিনার অ্যাশটন অ্যাগার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে বাঁ হাতের হাড় ভেঙে যাওয়ায় বিশ্বকাপে ট্রাভিস হেডের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ায় ফিরে আসার পরে হেডের আরও চিকিৎসা পর্যালোচনা করা হবে।’

ভারতে আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

৯৭ ডেস্ক

Read Previous

লিটন, তানভীর কুমিল্লাতেই

Read Next

কাল থেকে পাওয়া যাবে নিউজিল্যান্ড সিরিজের টিকিট

Total
0
Share