

বিপিএল ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফটের আগেই সবগুলো ফ্র্যাঞ্চাইজির দল গোছানো শুরু। কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন দাসকে প্রথম খেলোয়াড় হিসেবে রিটেইন করেছে। লিটন ছাড়াও তারা রেখে দিয়েছে স্পিন উইজার্ড তানভীর ইসলামকে।
বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে ২০২৪ এর জানুয়ারিতে। টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪শে আগস্ট। এর আগেই সরাসরি চুক্তিতে লিটনকে ধরে রাখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফলে আগামী আসরেও কুমিল্লার জার্সিতেই বিপিএল মাতাতে দেখা যাবে লিটনকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, ‘আসন্ন মৌসুমে লিটন দাসকে ধরে রাখার ঘোষণা দিয়ে আমরা রোমাঞ্চিত! আমরা তাকে আবার ভিক্টোরিয়ানদের রঙে মাঠের অ্যাকশনে দেখতে আর অপেক্ষা করতে পারছি না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। এর আগে সেপ্টেম্বর ২৪ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া দলগুলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা।