

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আজ (রবিবার), ১৭ সেপ্টেম্বর, সকালে ইন্তেকাল করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রুবেলের বাবার মৃত্যুর বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে।
রুবেল আজ সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমার বাবা আর নেই সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’- সেখান থেকে সবাই জানতে পারে এই খেলোয়াড়ের বাবার মৃত্যুর খবর।
৭৫ বছর বয়সী সিদ্দিকুর রহমান বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন। নিজের সাথে আর সামলে উঠতে না পেরে আজ সকালে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।
এদিকে রুবেলের বাবার মৃত্যুর খবরে শোক জানিয়েছে বিসিবি। রুবেল ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে বোর্ড।
Tags: বিসিবি রুবেল হোসেন