পরিকল্পনা ছিল যতটা সহজ রাখা যায়: সিরাজ

সিরাজ
Vinkmag ad

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে কোনোরকম পাত্তা না দিয়ে শিরোপা জিতল ভারত। ৫০ রানে লঙ্কানদের অলআউট করে দেওয়ার পর দশ উইকেটের জয়। অবিশ্বাস্য এক ফাইনাল দেখল ক্রিকেট-বিশ্ব। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামানোর অন্যতম কারিগর ছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। ২১ রান দিয়ে লাভ করেছেন ৬ টি উইকেট। ইনিংস-বিরতিতে সিরাজ জানিয়েছেন নিজের পারফর্ম্যান্স নিয়ে অনুভূতির কথা।

স্পেলের দ্বিতীয় ওভার ছিল সিরাজের জন্য। প্রথম বলে পাথুম নিশানকাকে ফিরিয়ে শুরু করলেন। পরের বল দিলেন ডট। তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমা হয়েছেন লেগ বিফোরের শিকার। চতুর্থ বলে চারিথ আসালাঙ্কা ক্যাচ তুলে দিলেন কাভারে দাঁড়ানো ইশান কিশানের কাছে।
সিরাজের জন্য তৈরি হয়েছিল হ্যাটট্রিকের সুযোগ। পঞ্চম বলে হ্যাটট্রিক পাননি। বরং একটি চার বাঁচাতে সিরাজ নিজেই ছুটে গেছেন বাউন্ডারি লাইনে। যদিও তা বাঁচাতে পারেননি।

তবে সিরাজের ভেতর তখন কী চলছে, তা খুব বোঝা গেল। ৬ নম্বর বল তখনো বাকি। ধনঞ্জয়া ডি সিলভা এজ হলেন রাহুলের গ্লাভসে। সিরাজের এক ওভারে ৪ উইকেট! অবিশ্বাস্য দৃশ্য তখন প্রেমাদাসায়। এরপরে দাসুন শানাকা ও কুশল মেন্ডিসের উইকেটও পকেটে পুরেছেন এই বোলার। শেষ পর্যন্ত ২১ রান দিয়ে ৬ উইকেটের কীর্তি গড়েছেন। পেয়েছেন ওডিআই ক্যারিয়ারের প্রথম ফাইফার।

ইনিংস-বিরতিতে সঞ্জয় মাঞ্জরেকারে’র সাথে আলাপ করেছেন সিরাজ,

“শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে তিরুবনন্তপুরমে আমি প্রথম চার উইকেট (প্রথম চারের মধ্যে তিনটি) নিয়েছিলাম, কিন্তু পঞ্চমটা নিতে পারিনি। তখন আমার মনে হয়েছিল, আপনি তা-ই পান, যা আপনার ভাগ্যে থাকে। এর বেশি না। তা আপনি যতই চেষ্টা করেননা কেনো। তো পরিকল্পনা ছিল যতটা সহজ রাখা যায় এবং আমার লাইন-লেংথ ঠিক রাখা, এরপর আমি উইকেট পেতে থাকলাম।”

“আমার একটাই ব্যাপার যে, যখন আমি সাদা বলের ক্রিকেট খেলি, আমি চেষ্টা করি, শুরুতে নতুন বলটা সুইং করানোর। কিন্তু এখানে শুরুর ম্যাচগুলোতে তেমন সুইং ছিল না। আজকে সুইং করছিল, আমার চেষ্টা ছিল ব্যাটসম্যানকে যত-বেশি খেলাতে পারি। এটা সুন্দর, যখন ‘এজে’ ক্যাচ হচ্ছে। আমার আউটসুইংয়ে আমি খুব বেশি উইকেট পাই না। তবে আজকে আমি বেশ কয়েকটি উইকেট আউটসুইংয়ে পেয়েছি। তো বেশ ভাল লাগছে।”

৯৭ ডেস্ক

Read Previous

আবার শীর্ষস্থানে ফিরল পাকিস্তান

Read Next

রুবেলের বাবার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

Total
0
Share