এশিয়া কাপের ফাইনালে টস জিতলেন শানাকা

রোহিত শানাকা
Vinkmag ad

এশিয়ার সেরা হওয়ার শেষ লড়াই আজ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দাসুন শানাকার শ্রীলঙ্কা। ভারত সাত বার ট্রফি জিতেছে, শ্রীলঙ্কা ছয় বার। দুই দল আরও একটি ফাইনালে শিরোপার জন্যে। টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

২০১০ সালের পর আবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ঘরের দল শ্রীলঙ্কার সামনে।

ইনজুরিতে ছিটকে যাওয়া মাহিশ থিকশানার পরিবর্তে লঙ্কানদের সেরা একাদশে দুশন হেমন্থ। আর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ভারত বিশ্রামে রেখেছিল ৫ ক্রিকেটারকে। তাদের সবাই ফিরলেন ফাইনালে। 

সুপার ফোরে এর আগে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছিল ভারত। এবার দেখার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেতাব জয়ের শেষ লড়াইয়ে বাজিমাত করতে পারে কিনা।

এর আগে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কা মোট ২২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। এবং শ্রীলঙ্কার জয়ও ১১ ম্যাচে। গত বছরের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এ বছর সেই হারের বদলা নিয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার সামনেও প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ।

এ বারের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। সুপার ফোর পর্বে ভারতের কাছে সেই হারের আগে টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ড গড়েছে তারা। ফলে ফেভারিট হিসেবেই ফাইনালের লড়াইয়ে শ্রীলঙ্কা। 

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশন হেমন্ত, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়া কাপ ফাইনাল: ভারতের ৮ নাকি শ্রীলঙ্কার ৭

Read Next

চট্টগ্রামে এশিয়ান গেমস স্কোয়াডের কাছে হারল বাংলাদেশ টাইগার্স

Total
0
Share