

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর মাঠে গড়াবে ২০২৪ এর জানুয়ারিতে। এর জন্য বিসিবি চূড়ান্ত করেছে ৭ টি ফ্র্যাঞ্চাইজি দল। এবারও নেই রাজশাহীর নামে কোনো দল। মালিকানা বদলের কারণে ফের নাম বদলে গেল ঢাকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে আসন্ন বিপিএল আসর নিয়ে জানিয়েছে, ‘বিপিএল টি-টোয়েন্টির দশম আসর মাঠে গড়াবে ৭ দল নিয়ে। আসন্ন এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।’
এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া দলগুলো-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। এর আগে সেপ্টেম্বর ২৪ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। সঠিক দিন-তারিখ চূড়ান্ত না হওয়ায় ২০২৪ বিপিএল আসরেরও সময়সূচি চূড়ান্ত করতে পারছে না বিসিবি।
Tags: বিপিএল ২০২৪ বিসিবি