

কাঁধের চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মিস করতে পারেন নাসিম শাহ। দুবাইয়ের প্রাথমিক স্ক্যানে দেখা গেছে, চোট তাকে বছরের বাকি সময় এমনকি অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে দিতে পারে।
পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহের ডান কাঁধে চোট পাওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সন্দেহের চেয়ে খারাপ বলে জানা গেছে। পুরো বিশ্বকাপ মিস করার সম্ভাবনা রয়েছে।
এশিয়া কাপে পাওয়া চোট তাকে বছরের বাকি সময় মাঠের বাইরে রাখতে পারে।
শুধু ২০২৩ বিশ্বকাপই নয়, বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলাও তার অনিশ্চিত, এবং তিনি পরবর্তী পাকিস্তান সুপার লিগও মিস করতে পারেন।