ফাইনালের আগে থিকশানার সর্বনাশ

থিকশানা
Vinkmag ad

শ্রীলঙ্কার ইন-ফর্ম স্পিনার মাহিশ থিকশানা এশিয়া কাপের ফাইনালে থাকতে পারছেননা। মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরি জেঁকে বসে এই স্পিনারের উপর। সেই ম্যাচেই মাঠ থেকে বাইরে যেতে হয়। আজ (১৬ সেপ্টেম্বর) জানা যায়, ফাইনালে থাকা হবে না থিকশানার। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাহান আরচ্চিগে।

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-চলাকালীন দেখা যায় থিকশানা মাঠের বাইরে যাচ্ছেন। তাঁকে নিয়ে যেতে আরও দুইজনের সাহায্য দরকার হচ্ছে। তখনই বোঝা যায়, সমস্যা গুরুতর। স্ক্যানের মাধ্যমে জানা গেছে, গ্রেড-২ এর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। খেলা হচ্ছেনা এশিয়া কাপের ফাইনাল।

শ্রীলঙ্কা ক্রিকেট বিবৃতিতে বলেছে, ‘স্ক্যান করার পর থিকাশানার পেশীতে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাচকরা থিকশানার জায়গায় সাহান আরচ্চিগকে দলে এনেছেন। থিকশানা পুনর্বাসন কাজ শুরু করতে হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবে।’

আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরমধ্যে দিয়ে ১১তম বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলবে লঙ্কানরা। গতবারের এশিয়া কাপেও ফাইনাল খেলেছে তাঁরা। হয়েছে চ্যাম্পিয়ন। এবারের এশিয়া কাপ শুরু পূর্বে লঙ্কান দলে ইনজুরির তালিকা বেশ বড়-ই ছিল। এবার ম্যাচ-চলাকালীন সময়েও সেই প্রভাব পড়তে দেখা গেল।

সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সেই ফাইনালে খেলা হচ্ছেনা এই গুরুত্বপূর্ণ স্পিনারের। এখন পর্যন্ত এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে ৮ টি উইকেট শিকার করেছেন থিকশানা। লঙ্কান এই স্পিনারের ইনজুরির কারণে দলে ডাকা হয়েছে টপ অর্ডার ব্যাটার সাহান আরচ্চিগে’কে।

৯৭ ডেস্ক

Read Previous

ফাইনালের আগে ওয়াশিংটন সুন্দরকে ডাকা হয়েছে স্কোয়াডে

Read Next

রানাতুঙ্গার চোখে আইসিসি ‘দাতহীন বাঘ’

Total
0
Share