

উত্তরাঞ্চলে বন্যা কবলিত প্রায় ২ হাজার ৫শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রাণ বিতরণকালে বানভাসি মানুষের খোঁজখবর নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ও সায়দাবাদ ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় নাজমুল হাসান পাপন বলেন, “বন্যায় যমুনা পাড়ের দুর্গত মানুষের কথা শুনে আমি কষ্ট পেয়েছি। এ কারণেই ত্রাণ হিসেবে সামান্য কিছু খাবার এনেছি। বন্যা কবলিত এলাকার মানুষের দুরবস্থা দেখে অত্যন্ত খারাপ লাগছে। বানভাসি মানুষের পাশে থাকবে ক্রিকেটাররা। এসব মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।”

ঐ সময় নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মেয়র আ ছ ম নাছির উদ্দিন। পরিচালকদের মধ্যে ছিলেন আই. এস মল্লিক, লোকমান হোসেন ভুঁইয়া, সাইফুল আলম চৌধুরী স্বপন।