ব্যাটিং র‍্যাংকিং: শীর্ষ দশে ৩ ভারতীয়, ৩ পাকিস্তানি

বাবর গিল
Vinkmag ad

বর্তমানে আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাংকিং প্রথম দশজনের তিনজন ভারতীয়। ওপেনিং ব্যাটার শুবমান গিল আছেন ২ নম্বরে। সম্প্রতি প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকা থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন।

সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মার সাথে ১২১ রানের জুটিতে গিলের রান ছিল ৫৮। যা তাঁকে র‍্যাংকিং উন্নতিতে সাহায্য করেছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ১৯ রানের বেশি করতে পারেননি।

এছাড়াও ভিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোহিত শেষ দুই ম্যাচে ৫৩ ও ৫৬ রানের ইনিংস খেলেছেন। এর আগে নেপালের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। কোহলি বর্তমানে অষ্টম এবং রোহিত অবস্থান করছেন নবম স্থানে। ২০১৮ সালের পর এবারই প্রথম যে, ৩ ভারতীয় ব্যাটার র‍্যাংকিং প্রথম দশে নিজেদের জায়গা ধরে রেখেছে।

পাকিস্তানের ৩ ব্যাটারও টপ-টেনে অবস্থান করছে। বাবর ধরে রেখেছে শীর্ষস্থান। ইমাম-উল-হক ও ফখর জামান আছেন যথাক্রমে পঞ্চম ও দশম স্থানে।

অন্যদিকে সাউথ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ১১তম অবস্থানে আছেন। শেষ ৮ ওডিআইতে ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরি রয়েছে এই ব্যাটারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সপ্তাহে খেলেছেন ১১৪ রানের অপরাজিত ইনিংস। র্যাংকিয়ে তাঁর আগের অবস্থান ছিল ২৫।

এছাড়াও ডেভিড ওয়ার্নার পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে, ট্রাভিস হেড ২০তম অবস্থানে, মারনাস লাবুশেইন ২৪-ধাপ এগিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

নাসিম শাহ’র পরিবর্তে এশিয়া কাপে আনক্যাপড জামান খান

Read Next

ডু-অর-ডাই ম্যাচে পাকিস্তান একাদশে ৫ পরিবর্তন

Total
0
Share