

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হার দেখতে হল বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় দল। পাকিস্তান খুব সহজেই নিজেদের আয়ত্তে নিয়ে যায় ম্যাচ। ৭ উইকেটের জয় নিয়ে ফেরে তারা। নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এরকম পিচে এত কম রানে অলআউট হওয়া যে কতটা খারাপ হয়েছে, সেটাও বোঝাতে চাইলেন ম্যাচ শেষে কথা বলতে গিয়ে।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ১০০ রানের জুটি ছাড়া, বাংলাদেশ দল আর তেমন বড় কিছু দেখেনি। উইকেট পড়েছে ক্ষণে ক্ষণে। এমন ফ্লাট উইকেটে এই ধরনের ব্যাটিং দেখা দলের জন্য বেশ খারাপ। সেটার মাশুলই দিতে হলো সবাই মিলে। পাকিস্তান ৭ উইকেটের জয় পেল। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সাকিব তাই ব্যাটিং-ব্যর্থতার কথাই আনলেন বার বার।
সাকিব বলেন, “আমরা শুরুতেই হেরেছি। তাঁরা সত্যি ভাল বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শটও খেলেছি। এই ধরনের উইকেটে আমাদের ১০ ওভারে ৪ উইকেট হারানো উচিত না। আমাদের ভাল জুটি ছিল। আমাদের আরও ৭-৮ ওভার পর্যন্ত যাওয়া উচিত ছিল। আমি আউট হওয়ার পর, আর কোন জুটি হলো না। খুবই বাজে ব্যাটিং এই ধরনের সারফেসে।“
সাকিব যোগ করেন, “এটা (হেরে যাওয়া) আমাদের মেনে নিয়ে, আরেক ধাপে যেতে হবে। দুই-একদিনের মধ্যে আমাদের আরেকটি খেলা আছে। তাঁরা (পাকিস্তান) এক নম্বর দল। তাঁরা ৩ জন ফ্রন্টলাইন বোলার পেয়েছে। তাঁরা এটা করলে, ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায়। আমরা বোলিং ডিপার্টমেন্টে ভাল করছি। এই মুহূর্তে ব্যাটিংটা একটু গরম ও ঠান্ডা। আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করব। আমাদের ৩ জন সিমার দুর্দান্ত বোলিং করেছে। গত কয়েক বছর ধরে তাঁরা ভাল বোলিং করছে। দুর্ভাগ্যবশত, আমরা উইকেট পাইনি। এটা এমন পিচ না যে, যেখানে ব্যাটসম্যানরা ভুল না করলে, আপনি উইকেট পাবেন। আমি যখন এলপিএলে (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেললাম, তখন পিচ স্লো ছিল। যদি সেরকম ঘটে, তা আমাদের জন্য ভাল হবে। আশা করি, কলম্বোতে আমরা ভাল করব।“
বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে, ৯ সেপ্টেম্বর, শনিবার।