

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ও সহ-সভাপতির (বিসিসিআই) পাকিস্তান ভ্রমণ বেশ আলোচিত খবর। সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুকলা এ নিয়ে কথা বলেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক রাত্রিকালীন ভোজের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই সংশ্লিষ্টরা। আরও উপস্থিত ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলোয়াড়বৃন্দ।
রজার বিনি ও রাজীব শুকলার পাকিস্তান সফর লোকমুখে বেশ প্রশংসিত হয়েছে। দুই বোর্ডের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, এমন আশা দেখছিল সবাই। বিনি ও শুকলা দুজনেই এই সফর নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। যেখান থেকে বোঝা যায়, দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে কিছু প্রস্তাব করেছে পাকিস্তান বোর্ড।
শুকলা বলেন, “এটা দুই দিনের সফর ছিল এবং ভালো সফর ছিল। সংশ্লিষ্টরা আমাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা বেশ ভালো ছিল। তাদের চাওয়া, দুই দেশের ক্রিকেট আবারও শুরু হোক। আমরা বলেছি, এটা সরকার নির্ধারণ করবে এবং আমরা তাই করব, যা আমাদের সরকার বলবে। এটা ক্রিকেটীয় সফর ছিল, কোনো রাজনৈতিক এজেন্ডা নয়।”
পাকিস্তান বোর্ডের ইতিবাচকতা চোখে পড়ছে। দুই দেশ যাতে আবারও ক্রিকেটে নিজেদের সম্পর্ক জোরদার করতে পারে, তা নিয়ে তাদের চেষ্টা সামনে এসেছে। এই সফর নিয়ে কথা বলেছেন, বিসিসিআই সভাপতি।
তিনি বলেন, “এটা দারুণ অভিজ্ঞতা ছিল। এমন যে, যখন আমরা ১৯৮৪ সালে টেস্ট ম্যাচ খেলতে যাই সেখানে, এরকম আতিথিয়েতাই পেয়েছি। আমাদের সাথে রাজার মতো আচরণ করা হয়েছিল, তো এটা আসলে দুর্দান্ত একটা সময় ছিল। আমরা পাকিস্তানের সকল অফিশিয়ালদের সাথে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। তাঁরা আমাদের সেখানে আসার ফলাফলে বেশ খুশি, আমরাও একই সময়ে সেখানে থাকতে পেরে খুব আনন্দিত।”
চলছে এশিয়া কাপ। লাহোরে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও উপভোগ করেছেন বিসিসিআই কর্মকর্তারা। ভারত ও পাকিস্তান, দুই দলই টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে। আগামী ১০ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো। এর আগের দেখায়, দুই দলের মধ্যেকার ম্যাচটি পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে নিষ্পত্তি হয়৷