

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে তারা আরও ৪ লক্ষ টিকিট প্রকাশ করতে যাচ্ছে। যা শুধুমাত্র ক্রিকেট সমর্থকদের জন্য বরাদ্দ থাকবে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিসিসিআই তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বিসিসিআই এর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বোর্ড তাদের আয়োজক রাজ্যের সাথে আলোচনা করে এ বিষয়ে একমত হয়েছে যে, ক্রিকেট সমর্থক বা ভক্ত যারা রয়েছে, তাদের জন্য আরও ৪ লক্ষ টিকিট প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করে, সারা বিশ্বের ক্রিকেট-প্রেমীরা বছরের সেরা ক্রিকেট আয়োজন দেখার জন্য তাদের আসন নিশ্চিত করতে পারে।
টিকিটের বিপুল চাহিদা রয়েছে। তা বিসিসিআই ও আইসিসি বেশ অবগত। ক্রিকেট বিশ্বকাপের এই টিকিটগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। ক্রিকেট-প্রেমীরা বিশ্বকাপ টিকিটের জন্য তৈরিকৃত ওয়েবসাইট থেকে নিজেদের টিকিট ক্রয় করতে পারবে।
বিশ্বকাপের মূল আয়োজন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। শেষ হবে ১৯ নভেম্বর, ফাইনালের মধ্যে দিয়ে। ভারতের মোট ১০ টি আলাদা রাজ্যে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।