

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান বোলারদের র্যাংকিংয়ে (দুই স্থান উপরে উঠে ১০তম) শীর্ষ দশে ফিরে এসেছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাংকিংয়ে নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন দুই ধাপ। ওয়ানডেতে গেল এক মাসে ম্যাচ না খেলেই তামিম ইকবালের হয়েছে এক উন্নতি।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে সাকিব আল হাসান নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায়। ওয়ানডেতে অলরাউন্ডার মিরাজ ২৩৩ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা ৮ নম্বরে।
সাকিব আল হাসান ওয়ানডে বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়ে দশম স্থানে ফিরেছেন। শীর্ষ তিনে যথারীতি জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং ম্যাট হেনরি। চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট শিকার করে সাকিব পুনরায় জায়গা করে নিলেন টপ টেনে। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও, একধাপ এগিয়ে বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে তামিম ইকবাল। এশিয়া কাপের দুই ম্যাচেই ব্যর্থ হওয়া আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ একধাপ পেছনে চলে যান তামিমের। আর এই সুযোগেই তামিম উঠে আসেন উপরে।
এছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে হ্যারি ব্রুক ৫১ স্থান লাফিয়ে যৌথ-২৭তম (নাজমুল হোসেন শান্তর সঙ্গে)। শান্তও দুই ধাপ এগিয়ে ২৭ এ উঠে আসেন। তবে এশিয়া কাপে নিজেদের শুরুর দুই ম্যাচে যথাক্রমে ৮৯ ও ১০৪ রানের ইনিংস খেলেও ওয়ানডে ব্যাটারদের র্যাংকে নাজমুল হোসেন শান্ত’র উন্নতি হয়নি।
সর্বশেষ হালনাগাদের পর আইসিসি ওয়ানডে বোলারদের র্যাংকিং-
১. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭০৫
২. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৮৬
৩. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৬৭
৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৬৬০
৫. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৫৯
৬. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৫৭
৭. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫৫
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৫২
৯. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৬৫২
১০. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬২৪