

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ব্লুমফন্টেইনে সিরিজের উদ্বোধনী ম্যাচে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রামে থাকবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া আগের দিন তাদের একাদশ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার ২৯তম ওয়ানডে হিসেবে কাল টস করতে নামবেন মিচেল মার্শ।
টি-টোয়েন্টি সিরিজ না খেলা তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরলেন ৫০ ওভারের ক্রিকেটে। তবে বিশ্রামে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই উইকেটরক্ষক, অ্যালেক্স ক্যারি ও জশ ইঙ্গলিস, মিডল অর্ডারে ব্যাট করবেন, যেখানে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিস যথাক্রমে ৪ এবং ৭ নম্বরে।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।